আমাদের কথা খুঁজে নিন

   

জন্মের প্রেম ভর করেছে আকাশলীনা

এই মুহূর্তে তোমাকে অনেক ভালবাসতে ইচ্ছে করছে অনেক অনেক অনেক; জন্মের প্রেম ভর করেছে আকাশলীনা; প্রচন্ড প্রেমিক হয়ে ওঠেছি আমি অবাক হয়ে ভাবি তোমাকে না পেলে এক মুহুর্ত বাঁচব কিনা। তোমায় নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করছে অচিন কোন গাঁয়, গহীণ অরণ্যে যেথা জন্মের অন্ধকার সূর্যালোক না পৌছায়। সেথা শুধু তুমি আমি আর কেউ নয় মেতে উঠি মধুর মিলন রচনায়। বল তুমি কি চাও প্রাণের প্রিয়তমা? বেদনার বিচ্ছেদ চাও নাকি মধুর মিলন আকাশলীনা? চল যুগলবন্দি হই ;দূর পাহাড়ে দোসর হয়ে রই। দারুচিনি বনানির দেশে ,হারিয়ে যাই অবশেষে; সুমাত্রা জাভা সাগরে কিংবা মালয়দ্বীপে কপোতকপোতির কপট ছদ্মবেশে। আকাশলীনা চল হারিয়ে যাই, অচিন কোন ঠায় যেখানে তোমার আমার মাঝে পৃথিবীর সবপ্রেম নিত্য খেলে যায়। চল প্রেমের খেলা খেলি হংসমিথুন হয়ে মরাতেও বুঝি অনেক সুখ তোমার চোখে চেয়ে। আকাশলীনা বড্ড অভিমানিনী ধ্রুবতারা তুমি মম হৃদয়কুঞ্জে নিশির যামীনি।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।