শেষ বারের মতো সতর্ক করছি... ১। আমার এক হুজুর ক্লাসমেট। তাবলীগ করে। সবারে আল্লার মহানোভবতা বুঝানের চেষ্টা করে। আল্লার কত রহমত,বীজ ফেললেই গাছ হয়।
ইহা কি আল্লার রহমত ছাড়া হতে পারে? এই যে ধান ফেললেই ধান গজায়,চারা বড় হয়। তবু কি বলবে আল্লা নাই???
আমি কইলাম। চলুন মরুভুমিতে ধান ফেলে দেখি গাছ হয় কিনা? সে বল্ল হবে না।
কারন কি সেখানে কি আল্লা নাই??
২। বলুনতো দেখি সবচেয়ে বেশি মিথ্যা কথা কোথায় বলা হয়?
কেউ বল্ল শহরে, কেউ বাজারে, কেউ বল্ল টিভিতে,কেউ বল্ল রেডিওতে,কেউ বল্ল খেলার মাঠে, কেউ বল্ল ধর্ম সভায়।
সঠিক উত্তর হলো: মাইকের সামনে।
৩। বলুন তো আওয়ামীলীগ আর বিএনপি দেশের ভাল চায় কখন?
যখন তারা বিরুধী দলে থাকে।
৪। দেশে এখন ডলারের সংকট।
ব্যবসায়িরা এলসি খুলতে পারছেনা। এই সমস্যা বোঝানোর পর ।
স্যার:এখন বল ,ডলারের দাম বাড়লে কি হয়?
ছাত্র:এক ডলারে অনেক টাকা পাওয়া যায় স্যার।
৫। কোরান আর অন্যান্য ধর্মগ্রন্থ গুলোর মধ্যে পার্থক্য কি?
উত্তর: সেগুলো কোনটাই কোরান নয়।
৬। ২৮দিনে হিজরি মাস। ত্রিশ দিনে বাংলা মাস। আর উনত্রিস দিনে?
কেন ফ্রেব্রুয়ারী লিপইয়ার!!
৭। জন্টু জানিস আমি একটি টর্চ লাইট কিনেছি পুরো তিন হাজার টাকা দিয়ে।
এত টাকা দিয়ে টর্চলাইট ! কি কি সুবিধা আছে?
কি নেই তাই বল?
চার্য দেয়া যায়,ব্যাটারি লাগেনা।
আর
টাইম দেখা যায়।
আর
তারিখ দেখা যায় কেলেন্ডার আছে।
আর
পকেটে নিয়ে ঘুড়া যায়।
আর
আর আর আর... ইচ্ছা করলে কাউকে ফোনও করা যায়।
৮। মন খারাপ থাকলে শুয়ে থাকি।
আর মন ভাল থাকলে?
তখনতো ঘুমেই থাকি।
৯। শেয়ার ব্যবায় বিনিয়োগ করে মালবাবু পথে বসার উপক্রম।
খাওয়া দাওয়া বাদ দিয়ে পার্কে বসে আছে। হঠাৎ তন্দ্রা ভাব আসলো, তখনই সে শুনতে পেল ৫০ পাঁচটাকা। ৫০ পাঁচটাকা, ৫০ পাঁচটাকা, মালবাবু হিসাব করলো তাহলে তার এক কোটি টাকা লস,সাথে সাথে হার্টফেল করলো।
আসলে বাদাম বিক্রেতা ৫০গ্রাম বাদামের দাম পাঁচ টাকা বলে ফেরি করছিল।
১০।
আমার এক হিন্দু বন্ধু তার বোনের বিয়ে উপলক্ষে স্বর্ন কিনবে। সে খুঁজে খুঁজে তার এক পুরনো বন্ধুকে বের করলো যে কিনা এই ব্যবসার সাথে জড়িত। শেষ সিদ্ধান্ত হলো দেড়লক্ষ টাকার সোনা তাকে কেবল আশি হাজার টাকায় দিয়ে দিবে।
আমি বল্লাম তুই কি সোনা আর রুপা চিনস?
সে বল্ল আমার পরনো বন্ধু , আমাকে খুবই পছন্দ করে। কোন ক্রমেই ঠাকাবেনা।
আমাকে বলেছে ভেজাল স্বর্ন দিবেনা।
বিয়ে ভাল ভাবেই হয়ে গেল। পরে দেখা গেল পাঁচটি আইটেমের মধ্যে তিনটা স্বর্ণেরই আছে।
১১। এই সিরিজে আর কোন কৌতুক আসিবেনা, কারন লোকজন হাসিলেও পরিশ্রমের তুলনায় লাভটা কম হয়।
কর্পোরেটের যুগে এই লাভে চলেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।