আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকের মাঝে আমি.....

কোন কিছু করতে গেলেই কেমনকরে জানি আমার মত করে হয়ে যায়, এমনকি চেনা গানের সূর কিঞ্চিত না পাল্টিয়ে আমি গাইতে পারি না। পরাজিতের দলে সহজেই ভিড়ে যাই, সংগ্রাম করার লোভে......

ফেসবুকে কৌতুক আর তেদরামি করাটা ইদানিং রক্তগত দোষ হয়ে দাড়িয়েছে। যা পাই তাই নিয়েই প্রায় রসিকতা করি। চান্স পেলেই মজার এক গল্প বলি, হাসতে হাসতে শ্রোতা বুঝতে পারে, হাস্যকর ব্যক্তিটি সে নিজেই। অনেকে মজা পায়, অনেকেই বিরক্ত, আমায় যারা ভালোকরে চেনে তারা সন্দিগ্ধ।

কৌতুক যাদের সহজে আসে না, তারা অসহায় হয়ে বলেঃ তোমার আচরণ কি কোনো কৌতুকে ফেলা যায় না? হ্যা ফেলা যায়, সেই কৌতুক গুলো নিয়েই আজ আমার গল্প। একঃ এক লোক একবার জীবনের উপর চরম ত্যক্ত হয়ে সিদ্ধান্ত নিলো এ জীবন সে আর রাখবে না। অনেক ভেবে উপায়ও বের করলোঃ ট্রেন লাইনে গিয়ে শুয়ে থাকবে। ট্রেন আসলে, ট্রেনের চাকায় চ্যাপ্টা হয়ে ভবলীলা সাংগ হবে এই তার মহাপরিকল্পনা। কিন্তু ট্রেন লাইনে গিয়ে বোকার মত শুয়ে থাকলেই তো হবেনা, বাংলাদেশের ট্রেনের টাইম ট্যবলের উপর কোনো ভরসা নেই।

কখনকার ট্রেন কখন আসে ভগবান ছাড়া কেউ জানে না। কাজেই সে বুদ্ধিমানের মত কিছু খাবার আর মশার কয়েল সংগে নিল। মশার বিবেক বোধ অনেক নিচু লেভেলের, মানবিকতা বলেও কিছু নেই ওদের। এই রকম করুন মানুষকে তারা পে-প্যু করে কামড়ে দেবে না- তার কোনো গ্যারান্টি নেই। তারপর সে রেল লাইনে গিয়ে সটান শুয়ে রইলো ট্রেনের অপেক্ষায়।

কিন্তু ভদ্রলোক জানত না, ঐদিন থেকে ঐ লাইনে ট্রেন আসাই বন্ধ করেছে সরকার। কিন্তু তার মনোবল ছিল প্রচন্ড স্ট্রং, যাকে বলে লৌহ মানব। কাজেই সে না খেতে পেয়ে শুটকি লাইগা মরলো। কৌতুকটা হচ্ছেঃ যতটুকু মনোবল নিয়া সে শুকাইয়া মরলো, তার অর্ধেক মনোবল নিয়েও অনেক ভালো ভাবে বেঁচে থাকা যেত। আমি বোধহয় সেই বুদ্ধিমান মনোবল ওলা লোকটার মত।

দুই এক বৃদ্ধ তার বাড়ির বাইরে বাগানের মধ্যে কি যেন খুঁজছে। অনেক যত্ন নিয়ে খুঁজছে, গাছের তলায়, পাতার ফাঁকে, কোথাও খোঁজা বাদ রাখছে না। এই দেখে কৌতুহল চাপতে না পেরে একজন জিজ্ঞেস করে ফেললোঃ চাচা কি খুঁজতাছেন বাগানের মধ্যে?? ‘আর বলোনা না বাবা, ঘরের মধ্যে চশমাটা যে কই রাখলাম খুঁজে পাচ্ছিনা’ ‘কি আশ্চর্য, ঘরের মধ্যে চশমা রেখে আপনি বাগানে খুঁজছেন কেন?’ একথা শুনে বৃদ্ধ গেলেন ক্ষেপে। ‘এমনিতেই চোখে দেখিনা, ঘরের অন্ধকারে চশমা খুঁজে পাবো কি করে...!!’ খুবই যৌক্তিক কথা। কিন্তু বাগানে খুঁজতাছেন কেন? -''বাগান মোটামুটি পরিস্কার, আলোও অনেক বেশী, গাছগুলোও ছোট ছোট, এখন কি আমি বাগান রেখে আমগাছের মগডালে গিয়া চশমা খুঁজব নাকি আহাম্মক? আমি বোধহয় ঐ বৃদ্ধটির মত প্রখর যুক্তিবাদী।

বেঁচে থাকা নিয়ে আমার যুক্তিগুলো ১০০% সঠিক এবং ১০০% বেকুবের মত। যেখানে হারিয়েছি সেখানে না খুঁজে, খুঁজে বেড়াই সারা দুনিয়া। তাই ক্লান্তি ছাড়া আর কিছুই মেলেনা। তবে সান্ত্বনা এই যে, পৃথিবীর অধিকাংশ মানুষই এই জাতের। চলমান...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.