আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকের বাপ

বাস্তব ঘটনা কখনো কখনো কৌতুককে হার মানায়। এমন দুটি সাম্প্রতিক অভিজ্ঞতা শেয়ার করছি: ঘটনা: এক গাড়িতে উঠেই টের পেলাম আমার ড্রাইভারের মেজাজ 'চরম বিলা'। কারণ জিজ্ঞেস করতেই ক্ষোভে ফেটে পড়ে বললো, স্যার এই সরকার ক্ষমতাই আইলেই ইসলামের উপর হামলা করে। তার মন্তব্যে কৌতুহল জাগলো। এ কথার পেছনে যুক্তিটা কী জানতে চাইলাম।

এবার ড্রাইভার বললো, স্যার দেহেন, আইজকা রেডুর খবরে কইছে (আমার ড্রাইভার অতি সচেতন লোক। নিয়মিত এফএম রেডিওতে খবর শোনে এবং প্রতিদিন নিজের টাকায় আমাদের সময় ও বাংলাদেশ প্রতিদিন কিনে পড়ে), সংসদে নাকি কোরান নিয়া সংকট দেহা দেছে (বলাই বাহুল্য তার বাড়ি বরিশাল)। এবার আমার অবাক হওয়ার পালা। কোরান নিয়ে সংকট? হ স্যার খবরে বলছে সংসদে নাকি কোরান নিয়া কী সব সংকট হইতেয়াছে। তার পরও বিষয়টি আমার কাছে পরিষ্কার হলো না।

রহস্য আপাতত অমিমাংসিতই রইলো। ফেরার পথে গাড়িতে এবিসি রেডিওতে খবর শুরু হওয়া মাত্রই ড্রাইভার বলে উঠে, শোনেন শোনেন স্যার। আমি মনযোগ দিয়ে সংসদে কোরাম সংকটের খবরটি শুনলাম। ঘটনা: দুই সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে পড়লাম 'বেড়াছেড়া' জ্যামে। ড্রাইভার জানালো 'ময়মনসিংয়ের' জ্যাম।

আমি ভেবে পেলাম না, ময়মনসিংহের ট্রাফিক জ্যাম ঢাকা পর্যন্ত আসে কীভাবে। আরো দু-একবার জিজ্ঞেস করে যেটা উদ্ধার করা গেল, সেটি হচ্ছে এটি বাংলাদেশের 'মংমনসিংহ' নয়, ভারতের প্রধানমন্ত্রী 'ময়মনসিং' এই জ্যামের কারণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.