আর কতো মানুষ নিঃস্ব হলে, আর কতো আত্মহত্যা করলে, আর কতো পথের ফকির হলে আমাদের হর্তাকর্তা দের শুভ বুদ্ধির উদয় হবে ? কেও কি নাই, হাজার হাজার বিনিয়োগকারীর কান্না লাগব করার ? ইনডেক্স আজ ৪০০০ এর নিচে নামছে। জানি না আর কতো নিচে নামলে আমাদের দাদা ভাই রা খুশি হবে? তারা তাঁদের আখের গুছানোর জন্য মাঠে নামবে। হে খোদা, আমাদের রক্ষা কর।
সমস্যা সমাধানে কেওই আন্তরিক হচ্ছে না। না সরকার, না বিরোধীদল, না কোন DSE, CSE এর হর্তাকর্তারা।
মাঝখান থেকে আমারা নিঃস্ব হচ্ছি। অনেকেই হয়ত বলবেন আমরা কেন শেয়ার বাজারে বিনিয়োগ করেছি? আমি তো কোন খারাপ শেয়ার কিনি নাই । আমি ভালো ন্যাভ, পিএই দেখে কিনছি তা হলে আমার শেয়ারের দাম এতো কমে কেন ?
জমির দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, মূল্যস্ফীতি হচ্ছে, ডলারের দাম বাড়ছে, কম্পানির ইনকাম বাড়ছে , সরকারের বাজেট বাড়ছে, ট্যাক্স ইনকাম বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে......শুধু কমছে শেয়ারের দাম।
আমাদের অর্থনৈতিক অবস্থা এতো খারাপ না যে এতো ধস নামবে? কৃত্রিমভাবে কমানো কোনভাবেই কাম্য নয় । আর কতো .. রক্ত. চোষারা আমাদের নিয়ে খেলবে.? বুক ফেটে কান্না আসছে।
প্রতিবাদ করার ভাষা নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।