আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজত বলছে বাধা আসলে বসে পরতে, জামাত বলছে লাঠি নিয়ে আসতে। আসলে হবে কি ওই দিন?

সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! হযরত আল্লামা শফি বলেছেন বাধা দিলে আল্লাহ নামে তজবিহ নিয়ে বসে পরতে। জামাতের পেজ গুলো বলছে ওইদিন সাথে বাঁশ নিয়ে আসতে। হেফাজত সংশ্লিষ্ট যারা এই লেখা পড়ছেন তাঁরা দয়া করে জানালে কৃতার্থ হব। আসলে ওই দিন হবে কি? আমাদের ব্লগ-পোস্ট এখন অনেকেই দেখে । হেফাজতের লোকেরা দেখে, সরকার দেখে, আরো অনেকেই দেখে।

আমরা মুসলিম, আল্লাহ-তে বিশ্বাস করি, মুহাম্মাদ (সাঃ) কে আল্লাহর নবী বলে মেনে নিয়েছি। যারা তাঁর অবমাননা করে, তাঁদের শাস্তি আমরাও চাই। সেক্ষেত্রে হেফাজতের সাথে আমাদের মিল রয়েছে। কিন্তু এই নাস্তিকরা তো আজকে থেকে লিখছে না। আপনাদের আন্দোলনের সময় হিসেবে এখনটাই কেন বেছে নিলেন ? রাজনৈতিক কলহে আমাদের প্রান যখন উষ্ঠাগত তখন আপনাদের শান্তিপুর্ন লংমার্চ যদি সহিংস হয়ে উঠে, সেটার দায় কার উপর চাপাবেন? আম্লীগের ভাওতাবাজির গ্রেফতার, বিম্পির বিরোধিতা, আর আপনাদের আন্দোলন- এই সবের মাঝে সাধারন মুসলিমের প্রান যেন না যায় জামাতের হাতে; - লক্ষ্য রাখবেন পলিটিকাল সাইন্সে মাস্টার্স করে যারা ইসলামের কথা বলে আর সাহাবীদের (রাঃ) অবমাননা করে তাঁরা যেন আপনাদের ফসল ঘরে না তুলে।

আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.