আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় দ্বান্দ্বিকতা

আজ সৃষ্টি সুখের উল্লাসে - মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

ব্লগ সংস্কৃতির বিবর্তন অবলোকন করছি। ইদানিং ব্লগ লিখার চাইতে পড়ায় খুবি মনযোগী.. আর লিখবই বা কি নিয়ে কতিপয় পুঁথি পাঠ আর সিকি শতাব্দী বয়সের অহমিকায়? গুটি কয় আছেন আসলেই ভাল লিখেন, কেউ-কেউ ব্লগান সস্তা খ্যাতি কুড়ানোর জন্য, কেউ কেউ আবার ঝাকের কৈ, বিরক্ত লাগে 'মুই কি হনু'দের । ব্লগ রাজনীতি দেখে মুচকি হাসি.... আশ্চর্য হইয়া ভাবি কতিপয় অর্ধ শিক্ষিত কিভাবে কি-বোর্ড ধরে!! তবুও বেড়ে চলছে গুটিকয় আইপির নিক প্রজনন আর অবমুক্তকরণ... স্মৃতির মনিকোঠায় অনেকেরই ব্লগভয়ব ভাসে .. নূরে আলম,কবি মেহেদি প্লাস আমিরুজ্জামান মাইনাস গুলা পড়ে থাকে অযতনে। আইচ্ছা আমি কে এই সব বলার??????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.