আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় সিনড্রোম

saving the world by sleeping ব্লগের সংজ্ঞা এবং ধারণা নিয়ে বিভিন্ন ব্লগার বিভিন্ন সময়ে নানা আকর্ষনীয় পোস্ট দিয়েছেন । ব্লগের যে ব্যপ্তি বর্তমানে তা ব্লগের প্রয়োজনীয়তাকে ছাপিয়ে অনেক দুর নিয়ে গিয়েছে । উৎপত্তি হয়েছে নানা নতুন শব্দের । 'ঝাঝা' বোধহয় এরূপ একটি শব্দ । এরকম আরও অনেক শব্দের ভান্ডার আছে ।

আমি আর নতুন করে উল্লেখ করলাম না । কণাদের ব্লগ এ একটা ডিকশোনারী আছে । এখান থেকে তা দেখে নিতে পারেন ( আমি দুঃখিত অনুমতি না নেয়ার জন্যে )। অনেকদিন 'ঝাঝা' শব্দটা শুনছি না বলেই হঠাৎ খেয়াল হল । খুঁজলে আরও অনেক শব্দ ভান্ডার পাওয়া যাবে ।

আসুন দেখে নেই কিছু ব্লগীয় উক্তি এবং তার সিনড্রোম: শেকপিয়ার দিয়েই শুরু করি । আইনস্টাইন কি বলেন?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.