পালিয়ে টিফিন, কত্তো গেছি
অনুপমার পাড়ায়;
পাড়ার দাদার চোখ রাঙানী-
ভালোবাসা হারায়।
কলেজ পাড়ায় নতমুখে
বৃথাই সীমার পিছে
ত্যাগী নেতার হাত সে ধরে!
ভালবাসাই মিছে!
ভার্সিটিতে চারটি বছর
আমি তৃনার ছায়া;
আমেরিকান জামাই পেয়ে
ফেললো ছুড়ে মায়া!
চাকরি শুরু; শুকনো মুখি
কলিগ কিছু জুটে;
ক্যাঁচাল প্যাচাল আটপৌড়ে
ভালাবাসাই ছুটে!
অবশেষে হেসে হেসে
ব্লগেই জমাই পাড়ি;
খুব যেন এক রাজপুত্র-
অঢেল বাড়ী গাড়ি
ব্লগেই মিলে টিনা মিনা
খাতির জমায় পুটি;
ব্লগভিত্তিক ভালোবাসা
চলছে গুটি গুটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।