আমাদের কথা খুঁজে নিন

   

ভাবিতেছি একটি দাওয়াখানা খুলিব

ভাবিতেছি একটি দাওয়াখানা খুলিব যেখানে শুধু ধ্বজভ্ঙ্গ রাজনীতিকদের চিকিৎসা চলিবে। আর রাজাকারগুলোর শিঙ মুড়াইবার জন্য বিক্রি করিব একধরনের বিশেষ তৈল আর যারা মাঝেমাঝেই পাকিজাত নপুংশকদের নিয়া নাচানাচি করে তাহাদের জন্য বিক্রি করিব কোন বিশেষ বালা, যাহা হাতে দিয়া তারা বলিতে পারিবে এই দেশে তারা আরও বিজাতীয় জন্ম দিবার জন্য তৎপর রহিয়াছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।