আমাদের কথা খুঁজে নিন

   

ভাবিতেছি নামের আগে ডাক্তারের বদলে কশাই উপাধি যোগ করিব

আমি ব্লগিং এর জগতে একেবারেই নতুন। আমি ভালবাসি প্রতিদিন নতুন কিছু শিখতে। আর ভালবাসি মানুষের জন্য কিছু করতে।

"ভাবিতেছি নামের আগে কশাই উপাধি যোগ করিব। ইদানিং ডাক্তার উপাধি খুব একটা যুতসই মনে হইতেছে না।

অবশ্য পুরোদস্তুর কশাই হইতে পারি নাই এখনো। তাহাতে কি?চর্মচক্ষে আগামী পাঁচ বছরের যে চিত্র দেখিতে পাইতেছি তাহাতে পেশাদার কশাই বনতে খুব বেশী সময় লাগিবে বলিয়া মনে হয় না। " আচ্ছা একজন কশাই দৈনিক কত ইনকাম করে?তিনশ?নাকি পাঁচশ?মাসে কত হয়?দশ-পনের হাজার?এর কম তো না। পিজি হাসপাতালের রেসিডেন্সিয়াল প্রোগ্রামে অধ্যয়নরত ডাক্তারদের বেতন কত জানেন?দশ হাজার। কশাই এর সাথে মিলে যায় বৈকি।

বলতে পারেন অধ্যয়নরত হলে বেতন পাবে কেন?আসলে ডাঅধ্যয়নরতক্তারদের মূল কাজ চিকিৎসা দেয়া। আর সেটা ফুল টাইম চাকরি থেকে কম কিছু না। বাকি সময়ের মধ্যে থেকে পড়াশুনা। আচ্ছা বলেন তো দশ হাজার টাকায় কি সংসার চলে?শুধু থাকার খরচ চালাতেও আরও কিছু করতেই হয়। ফুল টাইম চাকরি,পড়াশুনার পরও কাজ করতে হলে পরিবারকে দেয়ার মত সময় থাকে কিনা তা নাইবা বললাম।

মজার ব্যপার হচ্ছে বাইরে কাজ করার অনুমতি প্রাতিষ্ঠানিক ভাবে নেই। মোট কথা প্রাতিষ্ঠানিক ভাবে অধ্যয়নরত ডাক্তারদের খাওয়া দাওয়ার অনুমতি নেই। ভুলেই গেছি আরেকটা কথা। দশ হাজার টাকা বেতনের কথা তো বলেছি,তবে তা শুধু পিজিতেই দেয়। বাকি মেডিকেল গুলাতে ডাক্তাররা চাকরি করে বিনা বেতনে।

ভাল তো,ভাল না?এদের কোন কিছুরই অনুমতি নেই। কে জানে প্রাকৃতিক কর্মগুলো সারার অনুমতি এদের আছে কিনা। কি আশা করতে পারেন এই হতভাগাদের কাছ থেকে?এখনো কশাই আছে এইতো অনেক। মানুষ থেকে বিবর্তন হয়ে হিংস্র জন্তু হয়ে যায়নি এইতো ঢের বেশী। "তাই ভাবিতেছি নামের আগে ডাক্তারের বদলে কশাই উপাধি যোগ করিব।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।