আমাদের কথা খুঁজে নিন

   

ভাবিতেছি ...............স্মরন শক্তি কমিতেছে

আমি অতি সাধারন।বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি।এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম।এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।

বয়স তো বেশি হইলনা কিন্তু দিনে দিনে যত গড়ায় তত মনে হয় সব কিছু ভুলিতেছি!কখন আগে এমনটি মনে হয় নাই।অনেক সহজ সহজ বিষয় আজকাল মনে থাকে না! আগে কত গান একবার শুনলেই মনে থাকতো এখন দশবার শুনলেও মনে থাকেনা! যেমন ছয়সাতদিন আগে আমাকে একটা ফ্রেন্ড জিগেস করলো UN এর মহাসচিবের নাম কি?আমি অনেক ভেবেও মনে করতে পারলাম না!পড়ে ও যাওয়ার পরে মনে পড়লো এত সোজা জিনিষটা পারলাম নাপরে ও আমার আরেক ফ্রেন্ডকে ও বলতেছে শান্ত না আগে সাধারন জ্ঞানে এত ভালো ছিল এখন দেখি পুরাই গাধা হইছে আজকাল কেউ কোনো কিছু আনতে বললে মনে থাকেনা।এমনকি যার দরকার তাকে দেখলেও মনে পড়ে না!আর সবার হাতে ঝাড়ি খাই আরো কাহিনী আছে আবৃত্তির ক্লাসে আমার স্টেপলার হারাইছি পরের দিন সবাইকে দেখাচ্ছে আমি ভাবতেছি কোন বেকুব জানি রাইখা গেছে!পরে দেখা গেলো আমি আমার নিজের স্টাপলারই চিনি না এরপর মানিব্যাগটা একটু আয়েশ করে বাসে পাশের সিটে রাখছি পরে পকেটে ঢুকামো কিন্তু আর নিতে মনে নাই ঐ মানিব্যাগে তিনটা আইডি কার্ড আর কিছু নিজের চিঠি সব হারাই ফেললাম!চিঠিগুলার সাথে কত স্মৃতি জড়িত হারিয়ে অনেক মন খারাপ হইলো! আরো অনেক আছে গল্প সব কইতে পারবোনা!তবে আমি অনেক কিছুই সহজে ভুলি না যেমন কে আমার সাথে কেমন আচরন, কে কতটুকু ভালোবাসে আমাকে,কার কাছ থেকে কতটুকু কষ্ট পাইলাম সব কেন জানি মনে থাকে সবকথাই গভীর ভাবে মনে থাকে!এগুলা ভুলি না! পোষ্ট দিতে মনে চায় না তবু ও ব্লগের সবার ভালোবাসাতেই পোস্ট দেওয়ার ইচ্ছা জাগে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।