আমাদের কথা খুঁজে নিন

   

...ভাবিতেছি বিখ্যাত কলামিস্ট হইবো



অদ্য এক বিখ্যাত কলামিস্টের রাজনৈতিক প্যাচালে অংশগ্রহণ দেখিলাম টিভি-তে। সরসরি দর্শকের প্রশ্নের উত্তরে কিছু কথা বলিতেছিলেন উনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট-এর পিছনের কারণ শুনিয়া আমার তো আক্কেল গুরুম হইয়া গেল। উনি বলিলেন- 52, 69, 90, 96-এর আন্দোলন সকলই নাকি সহিংস পন্থায় আদায়ের ব্যাপার-স্যাপার ছিলো। উক্ত কথায় জনগণের সহিংস রাজনীতিকে সমর্থন করিলেন কীভাবে? বলিলেন- কিছুদিন আগে বাংলাদেশের রাজপথে 20/22 জনতা নিহত হইয়াছেন সকলই জনগণের সহিংস দাবী আদায়ের রূপ- যাহা 52-এর সহিত তুলনীয়। ..ভাবিতেছি বিখ্যাত কলামিস্ট হইবো। রাজনৈতিক দলের টাকায় পকেট ভরিব....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।