সাদা চামড়া হলেই সব ধনান্তরি সত্য নয়। রেশমাকে নিয়ে প্রতিবেদনকারি ডেইলি মিররের সাংবাদিক সিমন রাইট এর প্রতিবেদনটি আমারদেশের ভুয়া রিপোর্টির টেবিলওয়ার্ক। জালিয়াত সিমন রাইট এই প্রতিবেদন আমারদেশ অফিসে বসেই করেছে। এনাম মেডিকেলের রেকর্ড তন্ন তন্ন করে চেক করে রেশমা বা জয়া নামে কোন রোগির নাম পাওয়া যায় নি। সেখানে সাংবাদিকদের শত শত ক্যামেরার কোন ছবিতেই রেশমার মত কোন মেয়ে পাওয়া যায় নি! রেশমাকে নিয়ে ভুয়া প্রতিবেদনকারি সিমন রাইট এর আগেও কয়েকবার ভুয়া খবর সাজাতে গিয়ে ধরা খাইছিল। ২০১০এ কেপটাউনে ঘুশ দিয়ে ভাড়াকরা লোক দিয়ে খবর সাজানোকালে পুলিশের হাতে ধরা পরে জেল-জরিমানা গুনতে হয়েছিল। http://www.bd-pratidin.com/2013/07/02/3769
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।