৫ই মে এর গনহত্যা ইতিহাসের নৃশংস গনহত্যা একজন মানুষকে এতদিন পর জীবিত উদ্ধার করা হল, সবাই এই আনন্দে উচ্ছেসিত, সেখানে মুন্নি চাহার পিত্তি জলে উঠল এ বিরল ও দূর্লভ ঘটনার নায়িকা না হতে পারায়। থুথু মারি এই চুচিলের মুখে। সাংবাদিক সমাজের কলংক এই বদটা। উদ্ধারকারী সেনা সদস্যকে মুন্নি চাহার কিছু অবান্তর প্রশ্ন, ”১/ উনি এতোদিন পর কিভাবে বেচে আছেন? ২/ উনাকে এতো ফ্রেশ লাগছে কেন? ৩/ ১৭ দিন কোন খাবার ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারেন? ৪/ (যখন সেনাবাহিনীর একজন বলল তারকাছে কিছু শুকনো খাবার ছিল) উনার কাছে খাবার কোথা থেকে আসল? ৫/ উনার জামা কাপর গুলা এরকম নতুন মনে হচ্ছে কোন ময়লা নেই কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।