যারে পাখি নিয়ে যা আমায় নিয়ে যা না নিলে তর পাখনা দুটি আমায় দিয়ে যা । উরব আমি পাখনা মেলে , যাব যে ঐ দূরের দেশে যেথায় মোর পরাণ পাখির পাখনাটা বাঁধা । যারে পাখি নিয়ে যা আমায় নিয়ে যা না নিলে তোর পাখনা দুটি আমায় দিয়ে যা । মনখানা মোর রয় না রে আর দুয়ারহীন ঐ ঘরে উরে যেতে চাই যে আমি আকশের ঐ দূরে যারে পাখি নিয়ে যা আমায় নিয়ে যা না নিলে মোর জীবন খানা তুই নিয়ে যা । ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।