যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
তোমার সবুজ অরণ্য বিবর্ণ,বাংলাদেশ !!
যুগে যুগে কেড়ে নিয়ে ছিড়ে ফেলা হয়েছে,
দেহের সব মাংশ পিন্ড,
আমি পালিয়ে যাই সারসের মতো,
এক দিস্তা কাগজে লেখা অনুযোগ যত,
হবে না এখানে কিছুই,যদি হয়ও,যেন মনে করো,
পিছিয়ে গেছি কতো।
দূর পরবাসে চার লেনের সড়কে দাঁড়িয়ে,
বন্ধু!যারে ভাবো অভিজাত,
তারাই করেছে এই অরণ্যের সম্ভ্রম হানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।