পৃথিবীতে কয়টা মেয়ে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে আমার তা জানা নাই। কিন্তু আমি একটা মেয়ের কথা জানি।
সে আমার প্রিয়া আমার ভালোবাসা।
ক্লাস নাইন থেকে পরিচয়। সময়ের সাথে সাথে সম্পক গডিয়েছে অনেকদূর।
ক্লাসের নোট শেয়ার করতে করতে একসময় পারিবারিক এবং নিজের সমস্যাগুলোও শেয়ার করতে লাগলাম। সেই শেয়ার করার ধারাবাহিকতায় মনটা যে কখন শেয়ার করে বসেছি টেরই পেলাম না। কোন না কোন অজুহাতে একে অপরের সাথে যোগাযোগ করতাম। তার প্রতি আমার যে একটা ভালোলাগা তৈরি হয়েছে সেটা সে বুঝতো এবং আমিও তার আমার প্রতি দূবলতাটা টের পেতাম। একসময় ভালোবাসার কথাটা বলে ফেললাম।
সেই থেকে দুটা মনের গতি অন্যদিকে মোড় নিলো।
দেখা হলেই একটা গিফট নিয়ে আসতো । খাওয়ার বিল থেকে শুরু করে রিক্সা ভাড়াটাও তার দেয়া চাই। আমি দিতে চাইলে হাসতো " বিয়ের পর সব একসাথে দিও। "
ওর অনেক রিকোয়েষ্টের পর একদিন নদীর ধারে পূণিমা দেখতে গিয়েছিলাম।
ঐ চাঁদে যে কি রুপ তা সে যানে। চাঁদের দিকে একমনে তাকিয়েছিলো। আমার গা ঘেষে হাতে হাত রেখে বসেছিলো অনেক্ষণ। একসময় বললো দেখো এই চাঁদটা দেখতে কতো সুন্দর অথচ তার সব সৌন্দর্যে পেছনে আছে সূর্য। তুমি আমার সূর্য।
তুমি ছাড়া আমার জীবনের কোন মূল্য নেই।
অনেকদিন পর সেই চাঁদ কে দেখলাম। মেঘে ঢেকে যাচ্ছে খানিক পর পর। আগের মত সুন্দর মনে হলোনা। কোন এক বিষন্নতায় ঘেরা।
আমি নেই তাই তুমি ভালো নেই।
আমি জানি : আমাকে ছাড়া তু িম ভালো থাকতো পারোনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।