আমাদের কথা খুঁজে নিন

   

আমি যারে চিনি নাই

প্রকৃত সুরে, ছন্দে, তালে, লয়ে গান শুনতে ভালবাসি। ভাল লাগে বাশী বাজাতে। সময় সুযোগে একটু একটু লেখালে-....................

জড়িয়ে কলংকের মালা অন্তর জ্বালা সঙ্গী ভাই নাইরে নাই ......... সুখ দিবসে সবাই আপন দুঃখের সাথী কেহ নাই। সুখের কালে মামা চাচা ভাই ভাতিজা কতজন অভাবেতে খালা ফুফুর বের হয়ে যায় আসল মন। মামী চাচীর অমূল্য ধন\ নইরে তখন আমি ভাই। সকাল সাজে কাজের মাঝে কেহ আমার লয়না খোজ আমি যাদের কাজের লাগি ঘাম ঝরাইতাম গায়ে রোজ। থাকে যদিও বিলাসী ভোজ\ আমি ভাগী হইনা ভাই। এত কষ্ট দিলাম যারে শোনলামনা যার কোন কথা এখন দেখি সেই অভাগী কষ্টে আমার পায়গো ব্যাথা। সেইতো আমার দুঃখী মাতা\ আমি যারে চিনি নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।