আমাদের কথা খুঁজে নিন

   

শাকিব খানের জন্য পাত্রী চাই!................

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... : ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান পারিবারিক চাপের মধ্যে আছেন। বাবা-মা তাকে আলটিমেটাম দিয়েছেন চলতি বছরই ঘরে বউ আনতে হবে। পারিবারিক চাপের মুখে এ বছরই বিয়ের জন্য সম্মতি দিয়েছেন শাকিব। সম্প্রতি শাকিব খান কথা প্রসঙ্গে একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরই তাকে বিয়ে পিঁড়িতে বসতে হবে। পারিবারিক চাপের মুখে বিয়ে করার জন্য সম্মতিও জানিয়ে দিয়েছেন তিনি।

এ বিষয়ে শাকিব খান বলেন, গত দু তিন বছর ধরেই পরিবার থেকে বিয়ে করার জন্য আমাকে বলা হচ্ছে। ব্যস্ততার অজুহাত দিয়ে এটা এতোদিন ঠেকিয়ে রেখেছি। কিন্তু এ বছর আর সম্ভব হচ্ছে না ঠেকিয়ে রাখা। বাবা-মাকে কিছুতেই মানাতে পারছি না। তারা কোনো অজুহাত আর শুনছেন না।

সুতরাং কী আর করা, তাদের চাপের মুখে এ বছর বিয়ে করার সম্মতি জানাতে হলো। শাকিব খান আরও জানালেন, পরিবারের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিলো পছন্দের কেউ আছে কি-না? তিনি জানিয়েছেন, সেরকম কেউ নেই। পাত্রী পছন্দেও পুরো ব্যাপারটা তিনি বাবা-মা আর আত্মীয়স্বজনের ওপর ছেড়ে দিয়েছেন। এরই মধ্যে তারা পাত্রী খোঁজার কাজটি জোরেশোরে শুরু করে দিয়েছেন। শাকিব খানের মা অবশ্য তার কাছে জানতে চেয়েছিলেন, কেমন বউ পছন্দ শাকিবের।

নিজের পছন্দের কথা শাকিব খান তার মাকে খুলে বলেছেন। কেমন পাত্রী খুঁজছেন শাকিব খান? উত্তরে হাসলেন তিনি। শাকিব বললেন, হবু বউকে হতে হবে লম্বায় আমার সাথে মানানসই। কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রঙ নিয়ে মাথা ব্যথা নেই।

চাই তার হাসিটা হবে সুন্দর। প্রাণখোলা হাসির মেয়েই আমার সবসময় পছন্দ। তাকে হতে হবে সামাজিক ও শান্ত প্রকৃতির। খুব বেশি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আমি চাই না। স্বচ্ছল পরিবারের ভালো বংশের মেয়ে হলেই চলবে।

সবশেষে শাকিব খান জানালেন, তার কাঙ্খিত পাত্রীর প্রধান বৈশিষ্টের কথা। তিনি বললেন, বউ হয়ে যে মেয়েটি আমার ঘরে আসবে তাকে অবশ্যই ত্যাগী মানসিকতার। আমাকে তার পুরোপুরি বুঝতে হবে। অবশ্যই তাকে হতে হবে মুক্তমনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।