দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! দক্ষিন ভারতে রজনীকান্ত কত কিছু পারে, আপনারা দেখেও খুশি হন। কিন্তু জানেন না আমাদের কিং খান শাকিব খান কম যায় না। তার ক্ষমতার কিছু নমুনা নিচে দিলাম
# একবার দুই ভালুক বনে বেড়াতে গিয়ে শাকিব খান কে দেখে মরার মত পরে থাকল, কারন শাকিব খান মৃত কাউকে কিছু বলে না।
#শুধুমাত্র সাইকেল চালিয়ে জেট প্লেনের আগে যে কোন জায়গায় চলে যেতে পারে শাকিব খান ।
#আপনি জানেন কি ব্রুস লি কে মার্শাল আর্ট শিখিয়েছিল শাকিব খান ।
#সব সোনা জিতে নেবে এই ভয়ে শাকিব খান কে অলিম্পিকে অংশগ্রহন করতে দেওয়া হয় না। যেমন একবার ১০০ মিটার রেসে উসাইন বোল্ট ও শাকিব খান অংশ নিল। বোল্ট ট্যাগ লাইন ছুয়ার আগে শাকিব খান ৬ বার ট্যাগ লাইন ও স্টার্ট লাইনের মধ্যে দৌড়টুকু সেরে নেয়।
#খিলগাও ফ্লাই ওভারে একদিন শুধু জগিং করেছিল শাকিব খান, সেদিন থেকে ফ্লাইওভার দেবে গেছে।
#বঙ্গোপোসাগরে একবার লাফ মেরেছিল শাকিব খান, পানি দু মাইল দূরে ছিটকে পরেছিল।
# শাকিব খানের গায়ে রোদ লাগলে শাকিবের না সূর্যের ছায়া পরে।
# একবার হাতির পালের একটা হাতির সাথে শাকিব খানের ধাক্কা লাগে, শক ওয়েভের কারনে গোটা পালের সব হাতি সঙ্গে সঙ্গে মারা যায়।
# শাকিব খান প্রত্যেক মাসে রাতে একবার করে অন্ধকারে হাটাহাটি করতে পছন্দ করে, তার ভয়ে সেদিন চাদের অমবস্যা হয়।
# একবার শাকিব খান IELTS এ 9 এ 16 পেয়েছিল, TOEFL আলারা সেইদিন থেকে ভয়ে তাকে পরীক্ষা দিতে দেয় না
# শুনেছি শাকিব খানের সাথে রজনীকান্তের সংঘর্ষের ফলেই বিগ ব্যাঙ ঘটে।
শেষে একটা জোক
[বিঃদ্রঃ সব চরিত্র কাল্পনিক কিন্তু ঘটনা সত্য।
লেখাটা কার ভাল না লাগলে আমি নিরুপায়]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।