সুসময়ের পথে হেঁটে যাচ্ছেন ঢালিউডের সেরা দুই শিল্পী।
আবারও জাতীয় সম্মানের সেরা আসনটি লাভ করলেন শাকিব খান ও জয়া আহসান। দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজেদের ঝুড়িতে পুরলেন তারা। এ অর্জন তাদের দক্ষতা ও প্রতিভারই স্বীকৃতি। ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ঢালিউডের শীর্ষ এ দুই অভিনয় শিল্পী।
শাহীন সুমনের 'খোদার পরে মা' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নায়ক শাকিব খান এবং রেদোয়ান রনির 'চোরাবালি' জন্য শ্রেষ্ঠ নায়িকার জাতীয় সম্মান অর্জন করলেন জয়া আহসান। এর আগে ২০১০ সালে শাকিব খান প্রথমবার জাকির হোসেন রাজুর 'ভালোবাসলেই ঘর বাধা যায়না' এবং ২০১১ সালে নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চুর 'গেরিলা' চলচ্চিত্রের জন্য জয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। স্বল্প সময়ের ব্যবধানে দু বার জাতীয় সম্মান লাভের অনুভূতি জানাতে গিয়ে শাকিব খান বলেন, এই পুরস্কার আমার জন্য সেরা আনন্দের এই জন্য যে, দুবারই দুটি সুপারহিট চলচ্চিত্রের জন্য স্বীকৃতি পেলাম। দুটো চলচ্চিত্রই দর্শকনন্দিত এবং ব্যবসা সফল। যে চলচ্চিত্র দর্শক দেখে না অথচ পুরস্কার পায় সে ধরনের চলচ্চিত্রে পুরস্কার পাওয়ার পক্ষে আমি নই।
কারণ যে চলচ্চিত্র দর্শক দেখল না, তা সম্পর্কে কিছু বুঝল না সেটিতে পুরস্কার প্রাপ্তির সার্থকতা কোথায়। এর সঙ্গে তো মানুষের সম্পৃক্ততা থাকে না। জয়া বলেন, আমার সৌভাগ্য আমি চলচ্চিত্রে এসেই দর্শক ভালোবাসা এবং জাতীয় সম্মান পেলাম। এ অর্জন আজীবন ধরে রাখতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।