আমাদের কথা খুঁজে নিন

   

"ছাগু" নামকরণের প্রতিবাদ

জনৈক রুমি আলম নামের এক ব্লগার ভদ্রলোকের লেখা পড়ে মনটা খারাপ হয়ে গেল। তাঁদের বাড়িতে বুলু ও তুলু নামের দুটি আদরের ছাগলছানা ছিল। তাঁর কথায় বুঝতে পারলাম যে প্রানী দুটি পরিবারের সদস্যর মতই ছিল। সবাই তাদের অনেক আদর করতো ইত্যাদি বর্ণিত রয়েছে (Click This Link)। ছাগল,কুকুর,বিড়াল, গৃহপালিত প্রানী, তারা বশ মানে,তাদের মনিবের সাথে সুসম্পর্ক থাকে,তাদের প্রতি সবার ভালবাসার দৃষ্টি থাকে।

তাই রুমি আলমের সাথে আমিও একমত রাজাকার,আলবদর,আলশামসদের কোন প্রানির নামে সম্বোধন করে সম্মান কমানোর বদলে বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষতো নয়ই, কোনো পশু-পাখির সমকক্ষ হওয়ার যোগ্যতাও তারা রাখেনা। গো.আ, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, সাঈদী সহ সকল রাজাকার, আল-বদর, আল-শামস এরা নিজেরাই একটা গালি। অন্য কোন শব্দে তাদের ধিক্কার দেওয়া সম্ভব নয়। তারা শুধুই রাজাকার, আলবদর, আলশামস।

এটাই তাদের বিশেষন, এটাই বিশেষ্য। তাই তাদের "ছাগু" নামে না ডাকাই উচিত। আমি "ছাগু" নামকরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.