আপাত দৃষ্টিতে দুইজন দুই মেরুর হলেও আমার মনে হয় তাদের মাঝে মৌলিক কিছু মিল আছে।
আগে দেখে নেই ছাগু কাকে বলে।
ছাগুঃ যারা জামায়তে পাকিস্তানি করে তাদের কে প্রাগ ঐতিহাসিক কালে ছাগু বলা হলেও এখন আর যারা জামায়তে পাকিস্তানি করে তাদের শুধু ছাগু বলা হয়না। এখন ছাগু বলা তাদের যারা কুকুরের মত অন্ধভাবে আওয়ামীলীগের আনুগত্য করেনা তাদের।
ছাগু হান্টারঃ নাম শুনলেই বোজা যায়।
তবু বলি যারা জামায়তে পাকিস্তানিদের হান্ট করে বেড়ায়।
এখন আসুন কিছু মিল দেখে নেয়া যাক।
১। দুইজনই কুকুর স্বভাবের। একজন জামায়তে পাকিস্তানির প্রতি কুকুরের মত আনুগত্য করে আরেকজন আওয়ামীলীগের প্রতি।
এদের মাথায় মগজথাকলেও সেইটা ব্যাবহার না করতে করতে এখন আর ব্যাবহারের মত নাই। তাই কুকুরের মত আনুগত্য ছাড়া তাদের কোন উপায়ও নাই।
২। তারা কেওই নিজের দলের সমালেচনা সহ্য করতে পারেনা। আওয়ামীলীগের সমালেচনা পাকিস্তানি দালাল,ছাগু বলে একজন ট্যাগ মারে আরেকজন জামায়তে পাকিস্তানির বিপক্ষে বললেই ভারতীয় দালাল,নাস্তিক ট্যাগ মারে।
৩। তাদের কাছে তাদের নেতাগন ফেরেস্তাদের চাইতেও পবিত্র এবং তারা কোন দোষ করতে পারে তা মানতে নারাজ। অবশ্য দোষগুন আলাদা করে বোঝার জন্য মগজ লাগে।
৪। দুইজনের পেশাতে "ছাগু" শব্দটা কমন।
৫। দুইজনই বেচে খায়। একজন ইসলাম বেচে খায় আরেকজন চেতনা বেচে খায় এব ভাব ধরে যে তারা আসলে ইসলামের বা চেতনার চর্চা করছেন,তার প্রসার করছেন।
৬। দুজনই কেও কাউকে মানুশ মনে করেনা।
সুযোগ পেলেই কোপাতে থাকে। কপ খেলে ব্লগে,ফেসবুকে এসে কান্নাকাটি করে আর কোপ দিতে পারলে উল্লাস করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।