দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। । .
। .
। .
আজ বড় এক ছাগুর রায় হইছে তাই আজ ছোট ছাগুরা বাংলার ব্লগ মাতাইবে ছাগু হান্টাররা আসেন একলগে ছাগুগরে বলিঃ
১।
ও ছাগু তুই খাস কি
কাঁঠালপাতা চাস কি।
কাঁঠাল পাতা নাই
করমু তোরে জবাই।
২।
ছাগু ছাগু ডাক পাড়ি
দেখছনি ছাগুদের বাড়ি।
ওরে ছাগু কই যাস
তোদের জন্য আনছি ঘাস।
৩।
কাঁঠাল পাতা জোড়া জোড়া
ওরে ছাগু ঘুরে দাঁড়া
দৌড় দিলেই মারবো কোঁড়া
আমরা আছি আজো খাড়া।
৪।
তিনটা বড় ছাগুর আছে
এখনো রায়ের বাকি,
ছাগু মুক্ত বাংলাদেশের
সপ্ন মোরা আঁকি।
৫।
সবাই বলেন জিন্দাবাদ
ছাগুরা সব নিপাত যাক।
বিঃদ্রঃ ইহা একটি রম্য ছড়া, ছাগু ছাড়া আর কারো জীবনের সাথে মিল পাইবেন না, আর ছাগুগো জীবনের সাথে মিল খাইলে আমি পাগলের কিছু যায় আসেনা।
সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।