অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...
ব্লগে ছাগু ও ছাগু বান্ধবদের পোস্ট ফ্লাডিং-এর পরিমান আশংকাজনক হারে বৃদ্ধি পাইয়াছে। সবচেয়ে দু:খজনক ব্যাপার শিবির জামাতের প্রপাগান্ডা প্রচারণার একটি প্লাটফর্ম হিসেবে সামহোয়ারইনকে ব্যাবহার করতে চাইছে এই সাইবার সন্ত্রাসী গোষ্ঠী।
এরশাদ বাদশার একটি পোস্টে জানা কথা দিয়েছেন এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সে এবং তার মডারেশন প্যানেল অবস্থান নেবেন। তবে সাধারণ ব্লগারদের রিপোর্ট বা মেইলের মাধ্যমে তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।
আসুন ছাগু ও ছাগু বান্ধব পোস্ট রিপোর্ট করি... সুস্থ্য ব্লগিং নিশ্চিৎ করি।
সবাইকে ধন্যবাদ।
শুভ ব্লগিং।
****************************************************
****************************************************
একটি প্রস্তাবিত টেমপ্লেট:
প্রিয় মডারেটর,
আলোচ্য পোস্টে লেখক বাংলাদেশের স্বাধীণতার চেতনা বিরোধী বক্তব্য রেখেছেন। লেখকের বক্তব্য আমাদের সাধারণ ব্লগারদের ধ্যান-ধারণা বিরোধী এবং সামহোয়ারইনের রুলস ও রেগুলেশনের বিপক্ষে যায়। সামহোয়ারইনে ব্লগিং মানসম্পন্ন রাখার জন্য পোস্টটির ও পোস্টের লেখকের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার অনুরোধ জানাই।
ধন্যবাদ। **
** নিজের মত সাজিয়ে নিতে পারেন। অথবা নিচের টেমপ্লেটটি ইউজ করতে পারেন।
******************************************************************************************************
প্রিয় মডারেটর,
আলোচ্য পোস্টে ছাগুর বক্তব্য নিন্মোক্ত নিয়মের স্পষ্ট লংঘন:
৩. যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
সামহোয়ারইনে ব্লগিং মানসম্পন্ন রাখার জন্য পোস্টটির ও পোস্টের লেখকের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেবার অনুরোধ জানাই।
ধন্যবাদ।
ব্লগার সিষ্টেম ইন্জিনিয়ার -এর কল্যানে পাওয়া।
**** ব্লগার শয়তানের সাজেশনে আমাদের টেমপ্লেটটা একটু চেইঞ্জ করা হইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।