আমাদের কথা খুঁজে নিন

   

ছাগু, ছুপা ছাগু, গেলমান, চুশিল, হেপাজুতি এবং কাওয়ার্ডদের দৃষ্টি আকর্ষণ



ডিসক্লেইমারঃ ইন রিপ্লাই টু সাম অফেনসিভ স্ট্যাটাস এন্ড পোস্টস, পোস্টেড বাই সাম অফ ইউ ইন লাস্ট ফিউ ডেইস। হ্যাডম থাকলে তথ্য-প্রমাণসহ আলোচনা কর, না থাকলে দূরে খাড়াও। অথেন্টিক ডাটা ছাড়া ল্যাদানোর ক্ষেত্রে জিরো টলারেন্স কার্যকর থাকবে। ১। এই পোস্ট সকল ছাগু, ছুপা ছাগু, গেলমান, চুশিল, হেপাজুতি এবং কাওয়ার্ডদের জন্য।

২। ছাগুঃ কাঁঠালপাতা চর্বণকারী ল্যানজা-যুক্ত মনুষ্য আকৃ্তির প্রাণি। ছুপা ছাগুঃ ১৮+ পেজের সানি লিওনের বুকে লাইক দিয়ে, আবার সেই পেজের ইসলামী পোস্টে লাইক দিয়ে ‘আস্তিক’ খেতাবধারী। গেলমানঃ এই সংজ্ঞা খাইটা খুইজা লও। চুশিলঃ সবই ঠিক আছে ‘কিন্তু’, ‘বাট’, বলে যারা ত্যানা পেচাইতে খাড়ায়ে আছেন।

হেপাজুতিঃ যারা ৫ই মে রাতে পাছা মাড়া খাইছেন, ব্যাথা এখনো যায় নাই। কাওয়ার্ডঃ যারা হেপাজুতিদের ১৩ দফা সমর্থন করেননা, কিন্তু হেপাজুতিদের সমর্থন করেন ওদের কান্ধে বন্দুক রাখার জন্য, নিজের বউ-বোনরে কর্মজীবি ভাবতে পছন্দ করেন কিন্তু কেউ গার্মেন্টস কর্মীদের যেনাকারী বললে ভাবেন ‘ঠিক ই তো বলসে’। ৩। প্রথমেই আসি যারা সকল রাজ়াকারের বিচার চান বইলা ম্যাৎকার করলেন কিন্তু প্রথম সাড়ির রাজাকারদের দন্ডাদেশের পরে চুপেচুপে কানটেসেন (সবতেরে চিনা রাখছি মামা, উপযুক্ত সময়ে ন্যাংটা করা হপে)। যারা একসময় বলতেন বিচার কি আদৌ হপে! বিচার হইলে ও কি রায় আদৌ কার্যকর হপে! আর অল্প কয়টা দিন অপেক্ষা কর বাইয়া, দড়ি কেনা কিন্তু শেষ।

মধ্যিখান থেকে তোমার ল্যানজাটা বাইর হ্ইয়ে গেল। ৪। দ্বিতীয়ত, যারা ৫টা সিটি কর্পোরেশনের রেজাল্টের পর বাঁকা হাসি দিসিলা ‘খুব জিতসি’ বইলা। মনে রাইখো এইখানে কেউ জিতে নাই, এইখানে অন্য প্রার্থীরা পরাজিত হইসে কেবল। কেন বললাম জিতে নাই! কারণ ত্রাণের টিন খাওয়ার কাহিনী, খাম্বা কাহিনী, হাওয়া ভবন কাহিনী, দূর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার কাহিনী, সিঙ্গাপুর থেকে ট্যাকা ফেরত আনার কাহিনী কিছুইতো কেউ ভুলে নাই কেউ, তারপরেও ক্যান জিতল।

কাহিনীতো ঝিরঝির, ভাল কিছুই করলোনা তারপর ও জেতে কেম্নে? কারণ, হেপাজুতিরা ঘরে ঘরে গেছে, মা-বোন, বাপ-ভাই সবাইরে ধর্ম গ্রন্থে হাত রাইখা ওয়াদা নিছে, ধর্ম গ্রন্থের ভেতরে টাকা ঢুকায়ে দিয়া ভোট কিনছে (সূত্রঃ দি ডেইলি স্টার)। আমার দেশের মুমিন বান্দারা ও আস্তিক সাইজা বাংলাস্তানের দিকে আগায়া যাইতেসে। সাব্বাশ! আর সাথে ছাত্রলীগের সুনামতো (!) প্লাস পয়েন্ট হিসেবে কাজ করসে। আগে আগে দেখি ভূল থেকে কেডা কি শিক্ষা নেয়। যে নিবে না, হে তো মারা খাইবে ই।

ইহাতে বিচলিত হওয়ার কিছু নাই। তয় ধর্মরে বেইচা যে বাঁকা হাসি দেয়, তার দিকে অট্টহাসি দিয়া কইতাম চাই, অন্যের কান্ধে বন্দুক রাইখা আর কয়দিন! ৫। সর্বশেষ যেসব হেপাজুতিরা ৫ মে’র ব্যাথা ভুলতে পারতেসেনা, তাদের জিগাই ‘কার পারপাস সার্ভ করতেছ মনু? খুব খিয়াল কইরা। দিনশেষে তোমারে পেট ভইরা তরমুজ় খাওয়ায়ে, হাতের মধ্যে ২০ টাকা দিয়া বাড়িতে পাঠাই দিব। ২০ টাকার জন্য পেট ভইরা দোয়া ও করতে হইবো, আবার সামনে থাইকা মাইর ও খাইতে হইবো, লাভের গুড় কিন্তু খাইবো অন্যে।

আর গার্মেন্টস কর্মীদের যেনাকারী বইলা, নারী দেখলে লালানুভূতির কথা স্বীকার কইরা নিজের ভেতরটা দেখায় দিস মনু। ইসলাম কায়েম করতে চাইলে পুরুষ হওয়ার আগে মানুষ হও। যে দেশের গার্মেন্টস কর্মীরা দেশের অর্থনীতির চাঁকা সচল রাখতে অনেক বড় ভূমিকা রাখে, তাদের সম্পর্কে এইরকম মন্তব্য করার পর জিগাই, দেশের অর্থনীতিতে তোমার ভূমিকাটা যেন কী?!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.