আমাদের কথা খুঁজে নিন

   

আমার ডেভেলপ করা প্রথম গেইম

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/603079_4872996777339_462390195_n.jpg এইবার টার্মে জাভা এর প্রজেক্ট ছিল। আমি আবার পাকনামি করে অ্যান্ডরয়েড এর প্রজেক্ট নিলাম। তাও আবার তাস খেলা। সবাই বলতেছিল ছেলে জাভাই পারবে না নিছে অ্যান্ডরয়েড ভাবের আর শেষ নাই । আমি আবার জন্মের অলস আমার পার্টনার ও অলস কিন্তু আমার থেকে কম।

সেই জন্যেই হয়তো প্রজেক্ট জমার ১সপ্তাহ এর আগে মনেই ছিল না প্রজেক্ট এর কথা। যখন মনে পড়ল তখন তো হা হুতাস অবস্থা। প্রথম ৩-৪দিন অ্যান্ডরয়েড কি সেটাই বুঝতে বুঝতে কেটে গেল। বাকি ২-৩ দিন এ কিছু একটা দাড়া করাইলাম। তার কিছু স্ক্রিনশট দিলাম এখানেঃ এই গেইম নিয়ে আরো আগায়ে যেতে চাই।

এ জন্য আপনাদের সাহায্য দরকার। অ্যান্ডরয়েড প্রফেশনালি কোথায় কিভাবে শেখা যায় তা একটু জানাবেন। আর গেইম সম্পর্কে মন্তব্য করতে ভুলবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.