আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি। আমি সাধারণত উইন্ডোজ ও এস এর উপর বেশি টিউন করি। কিন্তু আজ একটু আলাদা টিউন করছি।
আজকে আমি টিউন করবো অ্যানড্রয়েড এর একটি সফটওয়্যার এর উপর। আর এই সফটওয়্যারটা হচ্ছে একটা ফটো অ্যালবাম যা আমার নিজের ডেভেলপ করা। আমি এর নাম দিয়েছি ZQAlbum.এটিতে মোট ১০ টা ছবি আছে বড় সাইজ এর। যা আপনি খুব সহজেই wallpaper হিসেবে ব্যবহার করতে পারবেন। অ্যাপসটি সেট আপ দেয়ার পর যখন ওপেন করবেন তখন আপনার কাছে মতামত চাবে যে কোন ফটোটা আপনি wallpaper হিসেবে দিতে চান।
যে ছবিটা আপনার পছন্দ হবে জাস্ট set as wallpaper এ টাচ করে সেট করে নিবেন। এখন আর কথা বাড়াচ্ছিনা।
যদি মন চায় তাহলে এখানে ক্লিক করুন এবং অ্যাপসটি ডাউনলোড করেনিন।
যদি আমার এই অ্যাপসটি ভালো হয় তাহলে কমেন্ট এ জানাবেন। আর যদি আমার ভুল হয় তাহলে ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন।
আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।
আল্লাহ্ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।