এটা আমার প্রথম টিউন। এর আগে আমি সাহায্য চেয়ে কিছু টিউন করেছিলাম। এখানে টিউন করতে ভয় হয়। এতো অভিজ্ঞদের টিউন করা দেখলে মনে হয় আমি পারবো না টিউন করতে। কিন্তু আজ কেন জানি ইচ্ছে করলো একটি টিউন করেই ফেলি।
না হয় একটি কম ভালোই হবে, এতো অভিজ্ঞ নিউনের ভিতরে আমার এই ছোট্ট টিউনটি হয় তো বা হারিয়েও যেতে পারে। আমি আমার ব্লগে টুকটাক লিখি কিন্তু টিউন হিসাবে আমার সেই লেখাগুলোকে চিন্তা করতে সাহস হয় না।
যা হোক। আমি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্ট্যুডেন্ট। সেই সুবাদে টুকটাক প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলাপিং নিয়ে নাড়াচাড়া পড়েছে।
শখ ছিল এন্ড্রয়েড এ্যাপ ডেভেলপ করবো। কিন্তু জানতাম না কি করে করতে হয়। টেকটিউনসের হেল্প আর গুগলকে জ্বালাতনের মাধ্যমে বেসিক ব্যপারটা ধরতে পেরেছি।
ইচ্ছে ছিল বাংলা নিয়ে এ্যাপ ডেভেলপ করবো। কিন্তু কোন মতেই বাংলা ফন্টকে এমবেড করতে পারছি না।
তারপরেও প্রথমবারের মত একটি বাংলা এ্যাপ ডেভেলপ করলাম। যদিও এ্যাপটির বাংলার সৌন্দর্য নির্ভর করবে যার যার স্মার্ট-ফোনের বাংলা সাপোর্টের উপর। আমার ফোনে বাংলা তেমন ভালো আসে না। এখনও নতুন কোন বাংলা ফন্ট ইন্সটল করা হয়নি। আমার ডেভেলপ করা এই বাংলা এ্যাপটির নাম ‘ভ্যাজিটেবল পাওয়ার বাংলা’।
এ্যাপটি এন্ড্রয়েড ভার্সন ২.২ এ বা আপডেটেড ভার্সনে চলবে। আমি নিজে টেস্ট করে দেখেছি ২.৩.৬ জিঞ্জারব্রেড ভার্সনটিতে।
ছবিটিতে ক্লিক করে এ্যাপটি ডাউনলোড করে নিন
এ্যাপটি দিয়ে যে কেউ ইন্টারনেট কানেকশান ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং কোন সবজিতে কোন রোগ সারে সেই সম্পর্কে বাংলাতে জানতে পারবে। প্রয়োজনে তালিকা থেকে সার্চ করতেও পারবে। এ্যাপটিতে প্রতিটি শাকসবজির জন্য প্রয়োজনীয় ছবি ব্যবহার করা হয়েছে যেন কোনকিছু অজানা থাকলে বা চিনতে না পারলে ছবি দেখে বুঝে নিতে পারে।
আপাতত অল্প কিছু ডাটা যুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরও ডাটা যুক্ত করার ইচ্ছে রয়েছে। যদিও আমাদের আশেপাশে পাওয়া যায় এবং আমরা নিয়মিত ব্যবহার করে থাকি এমন সকল শাকসবজির তালিকা দেয়া হয়েছে।
বাংলা নিয়ে এন্ড্রয়েড ডেভেলপিং চর্চা করতে গিয়েই এই এ্যাপটি ডেভেলপ করা হয়েছে। তাই ডাটাবেজ দুর্বল।
আপাতত মাত্র ৩১ টি আইটেম নিয়ে লেখা হয়েছে। আমার ইচ্ছে ছিল ৫০ টি আইটেম নিয়ে কাজ করার পর পাবলিশ করবো এ্যাপটি।
এ্যাপটি দিয়ে যে কেউ বাংলাতে ইন্টারনেট ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং তাদের রোগ সারানোর ক্ষমতা জানতে পারবে।
ফিচার :
রিকোয়ারমেন্ট :
ডাউনলোড লিংক :
https://drive.google.com/folderview?id=0BwasIjIvyEvZaDJKNUZPS3pXZFE&usp=sharing
উপরের লিংক এ গিয়ে Vegetablepower.apk নামক APK ফাইলটি ডাউনলোড করে নিন।
(ফাইলটিতে ক্লিক করার পর Download বাটন দেখা যাবে, সেখানে আবার ক্লিক করতে হবে এবং কোথায় ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিত হবে।
)
ভাইরাস ফ্রি : ইসেট স্মার্ট সিকিউরিটি দিয়ে ভাইরাস স্ক্যান করে দেখা হয়েছে।
এ্যাপটির জন্য কিছু স্ক্রীনশট :
ডাউনলোড লিংক :
https://drive.google.com/folderview?id=0BwasIjIvyEvZaDJKNUZPS3pXZFE&usp=sharing
উপরের লিংক এ গিয়ে Vegetablepower.apk নামক APK ফাইলটি ডাউনলোড করে নিন।
(ফাইলটিতে ক্লিক করার পর Download বাটন দেখা যাবে, সেখানে আবার ক্লিক করতে হবে এবং কোথায় ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিত হবে। )
ডাটা এন্ট্রি বরাবরই আমার কাছে একটি বোরিং কাজ মনে হয়। যদিও ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানালে খুশি হবো।
আর যেহেতু এই টিউনটি আমার প্রথম টিউন সুতরাং অনেক ভুলভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। যেমন : ছবি আপলোড করতে পারছিলাম না অবশেষে আমি আমার গুগল ড্রাইভ থেকে ছবির হোস্টিং লিংক নিয়ে তা দিয়ে আপলোড করেছি।
এই টিউনটি আমি আমার ব্লগের বিজ্ঞাপন দেবার জন্য করি নাই, একটি আগ্রহ থেকে করেছি। তারপরেও যদি পরে করেন আমার ব্লগের পোস্টের মত পোস্ট আমি এখানে টিউন করতে পারবো তাহলে আমাকে টিউমেন্টে জানাবেন আশা করি।
আমার ব্লগ : http://blog.alinsworld.com/
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।