বিশ্ববিখ্যাত TIME ম্যাগাজিনের ৮৯ বছরের ইতিহাসে এই প্রথম কোন ফুটবল খেলোয়াড় ম্যাগাজিনটির কভার পেজে জায়গা করে নিল। আর সেই রেকর্ড সৃষ্টিকারী ব্যক্তিটি হল আর্জেন্টাইন ছোট জাদুকর LEO MESSI। এর আগে খেলোয়াড় হিসেবে টাইগার উডস,মাইকেল জর্ডান,রজার ফেদেরার এর এই কৃতিত্ব আছে।
লিও মেসির সাক্ষাতকারঃ"আমি আর্জেন্টাইন হিসাবে গর্ববোধ করি"
প্রিয় লিও মেসি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে আবারো জোরালোভাবে বললেন সে আর্জেন্টিনার হয়ে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তিনি আরো বলেন সে ছোট বেলা থেকেই আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছে এবং সারাজীবন তাই চায় সে।
অনেকেই তার সমালোচনা করেন যে সে আর্জেন্টিনার হয়ে ততটা সিরিয়াস থাকেনা যতটা সে বার্সার হয়ে খেলার সময় থাকেন। এসব সমলো...চনায় সে আঘাত পায় কিনা জানতে চাইলে বলেন-"হ্যাঁ হ্যাঁ এটা আমাকে কষ্ট দেয়,কারন তারা যা বলে তা সত্য নয়। আমি এরকম কখনই মনে করিনা। আমি আর্জেন্টিনা ও বার্সেলোনা উভয় দলের হয়ে একইভাবে খেলার চেষ্টা করি। সবসময় আমি আমার সর্ব্বোচ্চোটা দেওয়ার চেষ্টা করি সেটা ক্লাব বা আর্জেন্টিনা যেখানেই হউক।
"
ক্ষুদে যাদুকর আরো বলেন-"আমি সবসময় আর্জেন্টাইনই থেকেছি এবং আজীবন একজন আর্জেন্টাইনই থাকব,আমি আর্জেন্টাইন হিসাবে গর্ববোধ করি। "
সময়ের সেরা লিও বলেন-"আমি ছোট থাকতেই অনুভব করি আমি একজন আর্জেন্টাইন এবং এই পরিচয় আমি কখনই বদলাতে চাইনি। "
নং ১০ নিজের ক্লাব সম্পর্কে বলেন-"বার্সেলোনা আমি বাড়ির মত কারন এই ক্লাব ও এখানকার মানুষ আমাকে সবকিছু দিয়েছে কিন্তু আমি কখনই আর্জেন্টাইন হওয়া থেকে নিজেকে বিরত রাখিনি। "
নিজের দেশের মানুষের সমালোচনার কথা উল্লেখে বলেন-"একটা সময় অনেক খারাপ সমলোচনা হত কিন্তু এখন ততটা নয়। এখন সবাই বোঝে ফুটবলটা একটা দলগত খেলা।
"
মেসির প্রতিদন্ধি খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে কথা বলেন লিও মেসি। একটা কথা প্রচলিত হয়ে গেছে যে এই দুই খেলোয়াড় এখন একজন আর একজনের থেকে সেরা হওয়ার জন্য খেলে থাকেন। এর জবাবে লিও মেসি বলেন-
"আমি কখনই তা মনে করিনা। আমি তার সাথে কিংবা অন্যকোনো খেলোড়ের সাথে নিজেকে তুলনা করিনি। "
"আমার চেষ্টা হল প্রতি বছর আরো বেশিকিছু অর্জন করা।
সেটা ব্যক্তিগত এবং দলগতভাবে। সে যদি নাও থাকে তবু আমার চিন্তা এবং চেষ্টা এরকমই থাকবে। "
"আমি মনে করি রোনালদো খুব ভাল প্লেয়ার,ভাল মানুষও। সে রিয়ালকে অনেককিছু দিয়েছে এবং সে যে কোনো মুহুর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। "
"হ্যাঁ আমি অবশ্যই মাদ্রিদের কথা মাথায় রাখি কারন প্রতিবছর লা লিগার তারা আমাদের সাথে প্রতিযোগিতা করে।
এবং প্রায় প্রতি বছর আমরা লিগ টাইটেলের জন্য প্রতিযোগিতা করি। কিন্তু যদি বলেন রোনালদোর কথা তাহলে বলব তার সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই।
লিও মেসির সাক্ষাতকারঃ"আমি আর্জেন্টাইন হিসাবে গর্ববোধ করি"
প্রিয় লিও মেসি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে আবারো জোরালোভাবে বললেন সে আর্জেন্টিনার হয়ে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তিনি আরো বলেন সে ছোট বেলা থেকেই আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছে এবং সারাজীবন তাই চায় সে। অনেকেই তার সমালোচনা করেন যে সে আর্জেন্টিনার হয়ে ততটা সিরিয়াস থাকেনা যতটা সে বার্সার হয়ে খেলার সময় থাকেন।
এসব সমলো...চনায় সে আঘাত পায় কিনা জানতে চাইলে বলেন-"হ্যাঁ হ্যাঁ এটা আমাকে কষ্ট দেয়,কারন তারা যা বলে তা সত্য নয়। আমি এরকম কখনই মনে করিনা। আমি আর্জেন্টিনা ও বার্সেলোনা উভয় দলের হয়ে একইভাবে খেলার চেষ্টা করি। সবসময় আমি আমার সর্ব্বোচ্চোটা দেওয়ার চেষ্টা করি সেটা ক্লাব বা আর্জেন্টিনা যেখানেই হউক। "
ক্ষুদে যাদুকর আরো বলেন-"আমি সবসময় আর্জেন্টাইনই থেকেছি এবং আজীবন একজন আর্জেন্টাইনই থাকব,আমি আর্জেন্টাইন হিসাবে গর্ববোধ করি।
"
সময়ের সেরা লিও বলেন-"আমি ছোট থাকতেই অনুভব করি আমি একজন আর্জেন্টাইন এবং এই পরিচয় আমি কখনই বদলাতে চাইনি। "
নং ১০ নিজের ক্লাব সম্পর্কে বলেন-"বার্সেলোনা আমি বাড়ির মত কারন এই ক্লাব ও এখানকার মানুষ আমাকে সবকিছু দিয়েছে কিন্তু আমি কখনই আর্জেন্টাইন হওয়া থেকে নিজেকে বিরত রাখিনি। "
নিজের দেশের মানুষের সমালোচনার কথা উল্লেখে বলেন-"একটা সময় অনেক খারাপ সমলোচনা হত কিন্তু এখন ততটা নয়। এখন সবাই বোঝে ফুটবলটা একটা দলগত খেলা। "
মেসির প্রতিদন্ধি খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে কথা বলেন লিও মেসি।
একটা কথা প্রচলিত হয়ে গেছে যে এই দুই খেলোয়াড় এখন একজন আর একজনের থেকে সেরা হওয়ার জন্য খেলে থাকেন। এর জবাবে লিও মেসি বলেন-
"আমি কখনই তা মনে করিনা। আমি তার সাথে কিংবা অন্যকোনো খেলোড়ের সাথে নিজেকে তুলনা করিনি। "
"আমার চেষ্টা হল প্রতি বছর আরো বেশিকিছু অর্জন করা। সেটা ব্যক্তিগত এবং দলগতভাবে।
সে যদি নাও থাকে তবু আমার চিন্তা এবং চেষ্টা এরকমই থাকবে। "
"আমি মনে করি রোনালদো খুব ভাল প্লেয়ার,ভাল মানুষও। সে রিয়ালকে অনেককিছু দিয়েছে এবং সে যে কোনো মুহুর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। "
"হ্যাঁ আমি অবশ্যই মাদ্রিদের কথা মাথায় রাখি কারন প্রতিবছর লা লিগার তারা আমাদের সাথে প্রতিযোগিতা করে। এবং প্রায় প্রতি বছর আমরা লিগ টাইটেলের জন্য প্রতিযোগিতা করি।
কিন্তু যদি বলেন রোনালদোর কথা তাহলে বলব তার সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।