জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org প্রদীপের টিমটিমে আলো নিভু নিভু করে জ্বলে হালকা বাতাসে অন্ধকারের সাথে কেঁপে কেঁপে ঝুঝে চলে। আকাশে মেঘের রঙ ধিরে ধিরে বদলায় মনের আকাশের সাথে মিশে গিয়ে বারি হয়ে ঝরে যায়। পথিবী আলো করে পূর্ণিমা খেলা করে গভীর কুয়াশার আবরনে সেও যেন কোথায় লজ্জায় লুকিয়ে পড়ে। হ্রদয়ের ধুকপুক ড্রামের ঝড় তোলে শুধু তুমি পাশে এলে তবলার ধা ধিন তাক ধা স্তিমিত হয়ে পড়ে কেন তবে, তুমি চলে গেলে। ছিন্নভিন্ন হয়ে করে দিতে মন চায় সব অযুত পাহাড়ি ঢলের বন্যায় যখন তুমি ছিলে পাশে জীবন দিয়েছে ফাঁকি আজ জীবন থেকে তোমায় ঠেলে সরিয়ে দিয়েছি তায়, ভালোবাসি বলে তোমায়। আলোছটা নিভে আসার সময় ঘনিয়েছে আজ চোখের পর্দার ওপর থেকে ডাকিতেছে মহাকালের ডাক, দাঁড়িয়ে দরজার ওপাশ হতে ধীরে ধীরে নিভে যাবে সব আলো নেমে আসবে অন্ধকার। জীবন প্রদীপের সলতেতে আলো জ্বলে মিটিমিটি আজ অন্ধকারের প্রতিচ্ছায়া যেন তারই ফাঁকে হাসে দোদুল্যমান প্রদীপের জীবন টেনে নিয়ে যায়, মরনের খুব কাছে - আর খুবই কাছে, শুধু আমাকে নিজের করে নিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।