একটা দেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা যখন একই সাথে অপমানিত হয় কেমন লাগে। দেখুন এখানে ‘অস্ট্রেলিয়া ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে অনুষ্ঠানস্থলের চারপাশে জড়ো হতে থাকেন আদিবাসীরা। একপর্যায়ে তাঁরা প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গে থাকা বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোটের ওপর ক্ষুব্ধ হয়ে স্লোগান দিতে থাকে। পরক্ষণেই ‘শেইম’ ‘রেসিস্ট’ বলে তাঁদের দিতে তেড়ে আসতে থাকেন আদিবাসী নেতারা। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে একপ্রকার পালিয়েই রক্ষা পান গিলার্ড ও অ্যাবোট। নিরাপত্তারক্ষীরা মানবঢাল বানিয়ে গাড়িতে তুলে দেন তাঁদের। আজ বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরায় আদিবসাীদের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের এই দুই নেতা। সুত্র সুত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।