আমি সাধারন একজন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকেই তোপের মুখে পড়লেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধীদলীয় সদস্য রেহানা আক্তার রানু রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি দাবি করেন। সেই সঙ্গে তিনি বলেন, রেলের কালোবিড়াল বেরিয়ে গেছে। জবাবে রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাহী বিভাগের কাজে বিচার বিভাগকে জড়ানো হয় না। এটা ঠিকও হবে না।
এদিকে সরকারদলীয় সদস্য মোহাম্মদ শাহ আলম অভিযোগ করেছেন, রেলওয়ের একটি দালালচক্র নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে নবগঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়
রেহানা আক্তার রানু বলেন, শেষ বেলায় দায়িত্ব নিয়ে রেলমন্ত্রী বলেছিলেন, রেলের কালোবিড়াল খুঁজে বের করবেন। সেই কালোবিড়াল তার গাড়িতেই পাওয়া গেছে। সংবাদপত্রে এ নিয়ে লেখালেখি হয়েছে। মন্ত্রীর উচিত এ ঘটনার পর স্বেচ্ছায় পদত্যাগ করা।
কিন্তু তিনি তা না করে এপিএসের ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন তার পিএসকে। মন্ত্রণালয় থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অথচ শেয়ারবাজার কেলেঙ্কারির পর সুরঞ্জিত সেনগুপ্তই জাতীয় সংসদে বলেছিলেন, শুঁটকির বাজার পাহারায় বিড়ালকে দায়িত্ব দিলে লাভ হবে না। যদি তার সে দিনের এ কথাই ধরে নেই তাহলে টাকা পাওয়ার ঘটনা তদন্তেও রেলের লোকজনকে দায়িত্ব দিলে লাভ হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।