সব মিলিয়েই মানুষ । শুধু একতরফা কাউকে দোষ দেওয়াও ঠিক নয় । যারা কৌশলী তারা কৌশলেই সব কিছু করে । আমরা যারা নারী তারা সহজেই পুরুষদের বিশ্বাস করি, খোলা মেলা মিশি, মাঝে মাঝে মনে হয় ছেলে বন্ধু ছাড়া আমাদের চলেই না, পরনির্ভরশীলতা পছন্দ করা, কৌশলী না হওয়া, উচ্চাকাঙ্খা, নগ্ন ফ্যাশন, শরীর প্রদর্শন করে নিজেদের পন্য হিসেবে উপস্থাপন করা.... আরো অনেক কিছুই এর কারন হিসেবে দেখা যেতে পারে । ।
।
আমরা একটু খেয়াল করলে দেখব, নারীরা যদি কৌশলী হই তাহলেই এ থেকে মুক্তি পাওয়া সম্ভব । ছেলেদের নারী হিসেবে উপস্থাপন করা খুবই সহজ (যা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে), নেশাগ্রস্ত হিসেবে সমাজে তৈরি করা, ছেলেদের শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিয়ে নারীরা শিক্ষা লাভ করা, নারীদের নগ্ন ফ্যাশনের পরিবর্তে পুরুষদের নগ্ন পোশাকে উদ্ভুদ্ধ করা ( হাফ বা কোয়াটার প্যান্ট পরানো, ছোট পোষাক পরানো, ছাগল বা ভেড়া বা অন্য কোন বিচ্ছিরিভাবে দাড়ি রাখতে উদ্ভুদ্ধ করা (যা কিনা তার সকল রুপকে নষ্ট করে তথা সবাই তাদেরকে পশু হিসেবে ভেবে নেয়)ইত্যাদি ।
আজ আর নয়, তবে এ কথা গুলো কিন্তু আমার মনের কথা নয় তাই আমার উপর বিরক্ত বা রাগ না করার জন্য অনুরোধ রইল । এ কথাগুলো গত ০১/০১/২০১২ তারিখ বাসে যেতে এক নারী আমাকে বলেছিলো ।
উল্লেখ্য উক্ত নারীর নাম উম্মে কুলসুম বলে জানিয়েছেন ।
সেলিব্রেটির খবর নিচের লিংক-এ
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।