আমি নিজের সম্পর্কে উদাসীন হলেও আমার দেশ সম্পর্কে সচেতন
১)কাসাফাদ্দৌজা নোমানঃ
আজকে রাতে জামাতীদের থীম সং-
চারিদিকে উৎসব, পরিপূর্ণ ঈদের আলোয়
আমাদের পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
ফাঁসির দড়ির গিটে, চলে যাবে দূরে, ডিরেক্ট জাহান্নামে
আজকে রাতে তুমি ঝুলে যাবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
আহ! উহু,আআআহ মোল্লাআআ
এত কষ্ট কেন পাকিপ্রেমেএএএ
এত কষ্ট কেন পাকিপ্রেমেএএএ
ধর্মের কল যখন বাতাসের ঝড়ে নড়ে উঠেছে
ঝুলিয়ে দিবে, সে কথা বুঝতে কেন দেরী হয়েছেএ
মগ্ন ছিলাম পাকিস্তানের ইন্দ্রজালে
রাজাকার তুমি কেন তলিয়ে গেছো ভি চিন্হ'র ভুলে
ফাঁসির দড়ির গিটে, চলে যাবে দূরে, ডিরেক্ট জাহান্নামে
আজকে রাতে তুমি ঝুলে যাবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
আহ! উহু,আআআহ মোল্লাআআ
এত কষ্ট কেন পাকিপ্রেমেএএএ
এত কষ্ট কেন পাকিপ্রেমেএএ
২)Foring Cameliaঃ
বাসা থেকে বের হবার সময় দেখলাম আম্মা বার রাকাত নামাজ মানত করেছে , চায়ের দোকানে অচেনা ভদ্রলোক একটার পর একটা চায়ের অর্ডার দিচ্ছে আর বলছে “ কয়টা বাজে ? আর কতক্ষণ ?
শান্ত চরম লাফালাফি শুরু করে দিল , বলল দোস্ত আজকে রাতে চিল্লামু , কার ঘুমের ডিস্টার্ব হইলে করার কিছু নাই , সে মুরি খাক ।
আমি শুভ কে দেখি , ওর চোখে পানি টের পাই । এই শাহবাগ , এই কাদের মোল্লার ফাঁসির জন্য মাস্টার্স হল না , জেল..... না থাক আজ পুরাণ কথা বলব না ।
আমার হাত ঘামছে , হার্টবিট গুলা ড্রাম পেটাচ্ছে , নার্ভের শিরাগুলোতে কিসের যেন ছোটাছুটি । বাতাসে লাশের গন্ধ , শকুনগুলা অপেক্ষায় আছে ।
বুদ্ধিজীবী কবরস্থানের প্রতিটা কবরে সোরগোল । সবাই অপেক্ষায় আছে...............।
“ সব কটা জানালা খুলে দাও না ,
ওরে আসবে চুপিচুপি ...............।
৩)Akhtaruzzaman Azadঃ
পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহবাগে এসেছিলাম, পরবর্তী দশ মাস পাঁচ দিন শাহবাগেই ছিলাম, আজ এই দশই ডিসেম্বরের সন্ধ্যায় শাহবাগেই আছি। কী পেয়েছি দশ মাস পাঁচ দিনে? কী অর্জন শাহবাগের? কী প্রাপ্তি গণজাগরণ মঞ্চের? একটিই উত্তর, একটিই অর্জন, একটি প্রাপ্তি -- রাজাকার কাদের মোল্লার ফাঁসি! প্রথম মুক্তিযুদ্ধের আট মাস বিশ দিনের অর্জন ছিল স্বাধীনতা, দ্বিতীয় মুক্তিযুদ্ধের দশ মাস পাঁচ দিনের অর্জন একজন স্বাধীনতাবিরোধীর মৃত্যুদণ্ড।
জয় বাংলা!
৪)Arif Jebtikঃ
হাতে হাত ধরো স্বজন, চুপচাপ অনুভবে কাটাও একটা মুহুর্ত।
ন্যায় বিচারের জন্য বুকে চেপে রাখা যুগের পর যুগের দীর্ঘশ্বাস, রাস্তায় মার খাওয়া লাঞ্ছিত শহীদ জননীর জন্য কষ্ট, মর্গে শুয়ে থাকা সহযোদ্ধার লাশ, গালি-অপবাদ-হুমকিতে ছিন্নভিন্ন ব্যক্তিজীবন- স্মরণ করো সব কিছু।
আজকে যদি চোখ থেকে জল ঝরে, ঝরতে দিও।
কখনো কখনো চোখ মুছতে নেই...
৫)ডাক্তার আইজূঃ
না শেখ হাসিনা সরকারের আসলেই হেডম আছে-এত্তো গুলা ষড়যন্ত্রের মাঝে- কাদিরারে ঝুলাইয়া দিতাসে-ইট ওয়াজ নট ইজি-ইট ইজ নট ইজি- বাট শি ইজ দ্যা উম্যান উই নিড-রাফ এনড টাফ বাট জাসট!
৬)সিডাটিভ হিপনোটিক্সঃ
শুয়োরের বাচ্চা কাদের মোল্লা রায় শুইনা 'ভি' সাইন দেখায়। আর কি-বোর্ডে না।
এইবার রাজপথে।
চইলা আসুন আজ সাড়ে তিনটায়, শাহবাগে। একটাই দাবী, কাদের মোল্লার ফাঁসি চাই।
অনেক কিবোর্ড চাপছি, চলেন এইবার রাজপথে নামি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।