আমাদের কথা খুঁজে নিন

   

সেলিব্রেটিদের কিছু তথ্য

অপর দশজন বাঙালীর মত আমিও একজন রুনা লায়লা জন্মঃ ১৯৫২ সনের ১৭ই নভেম্বর। পিতাঃ সৈয়দ এমদাদ আলী। মাতাঃ আমিনা লায়লা (হিন্দু নাম অমিতা সেন)। বোনঃ মরহুমা দীনা লায়লা (জন্ম ১৯৪৮, মৃত্যু ১৯৭৬)। ভাইঃ মোঃ মুরাদ ।

শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি ১৯৬৮ (প্রথম বিভাগ), এইচ.এস.সি ১৯৭০ (দ্বিতীয় বিভাগ, মানবিক)। বাড়ির নামঃ ড্রিম হাউস । ওস্তাদঃ ওস্তাদ হাবিবুদ্দিন। প্রথম রেডিও প্রোগ্রামঃ ১৯৬১ সনে । প্রথম টি,ভি প্রোগ্রামঃ ১৯৭২ সনে ।

প্রথম ছবির গানঃ ছবি “জগনু” (১৯৬৪ সন)। শিল্পীর যা কিছু প্রিয়ঃ রং: গাঢ় বেগুনী, ফুল: গোলাপ, পানীয়: ঠান্ডা পানি, লেখিকা: আয়ান ব্যান্ড, কবি: শেলী ও জন কীড্স, ফল: তেঁতুল, পোশাক: শাড়ী, মানুষ: পিতা, গায়ক: জীম রীভ্স, গায়িকা: শার্লী বেসী, অভিনেতা: দিলীপ কুমার, অভিনেত্রী: অড্রে হেপবার্ন। শাবানা আসল নামঃ আফরোজা সুলতানা। ডাকনামঃ প্রথমে রত্না, পরে শাবানা। জন্মঃ ১৯৫২ সনের ১৫ই জুন।

রাশিঃ মিথুন । পিতার নামঃ ফয়েজ চৌধুরী। মাতার নামঃ জুবায়দা খানম। বিয়েঃ ১৯৭৩ সনের মার্চে । স্বামীঃ ওয়াহিদ সাদিক।

কন্যার জন্মঃ ১৯৭৫ সনের ১০ই আগষ্ট। কিছু প্রিয় জিনিসঃ অভিনেতা: উত্তম কুমার, অভিনেত্রী: সুচিত্রা সেন, গায়ক: মান্না দে, গায়িকা: লতা মঙ্গেশকর, কবি: রবীন্দ্রনাথ ঠাকুর, ফুল: বেলী, ফল: পেয়ারা, রং: গোলাপী, পোশাক: শাড়ী। প্রথম ছবিঃ নতুন সুর (শিশু শিল্পী, বয়স ৯ বছর)। একক নায়িকা হিসাবে প্রথম উর্দু ছবিঃ চকোরী। একক নায়িকা হিসাবে প্রথম বাংলা ছবিঃ মধুমিলন।

প্রিয় ভাবনাঃ “মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই একজন। ” প্রথম পুরস্কারঃ ১৯৭৭ সনের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসাবে (জননী)। ববিতা জন্মঃ ৩ শে জুলাই, ১৯৫৫ইং। পিতাঃ এ.এস.এম নিজামুদ্দীন আতাইউব। মাতাঃ মরহুমাঃ বেগম জাহানারা আক্তার।

মূল নামঃ ফরিদা আক্তার ওরফে পপি। নাম পরিবর্তনঃ দু’বার: প্রথমে সুবর্ণা, পরে ববিতা। প্রথম ছবিঃ ‘সংসার’। (ভূমিকা: সুচন্দার মেয়ে)। প্রিয় ফুলঃ রজনীগন্ধা, প্রিয় রং ঃ বেগুনী, প্রিয় পারফিউমঃ জয়।

প্রথম পুস্কোরঃ ১৯৭৩ সনে, (উদ্যোক্তা: ‘বেঙ্গল ফিল্ম জার্নালিষ্ট এসোসিয়েশন’, ছবির নাম: ‘অশনি সংকেত’, পরিচালকঃ সত্যজিৎ রায়)। প্রথম বাচসাস পুরস্কারঃ ১৯৭৪ সনে। (ছবির নাম: ‘আলোর মিছিল’, পরিচালক: মিতা)। প্রথম রাষ্ট্রীয় পুরস্কারঃ ১৯৭৫ সনে, ছবির নাম ‘বাঁদি থেকে বেগম’, পরিচালক: মোহসীন। হ্যাট্রিক পূর্ণ করেনঃ ১৯৭৭ সনে, ছবির নাম: ‘বসুন্ধরা’, পরিচালক: সুভাষ দত্ত।

ববিতা সম্পর্কে নিউজউইকে’র মন্তব্যঃ “ববিতাঃ ক্ষুদ্র আনন্দের নৈসর্গিক কবিতা”। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.