আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। এই বৃষ্টি ভেজা রাতে যাদের খুব ইচ্ছা করছে খিচুড়ি খেতে তাদের জন্য
রইলো আমার নতুন স্বাদের খিচুড়ি "বাংলা 2013" এর রেসিপি।
আসুন
জেনে নেই "বাংলা 2013" রান্না করতে কি কি উপকরণ লাগে।
প্রয়োজনীয় উপকরণ br /> দেশপ্রেম - পরিমান মত
ধর্মানুভুতি - পরিমান মত
গরম মশলা br /> আস্তিকতা - 99%
নাস্তিকতা - 01%
শাহবাগ - পরিমান মত
শাপলা চত্ত্বর - পরিমান মত
হেফাজতে - পরিমান মত
লাশগুম - ইচ্ছেমত
হত্যাকাণ্ড - যার যতটা লাগে
ফটোশপ - ডেকোরেশনের জন্য
এছাড়া আনুসাঙ্গিক আরও লাগবে,
এরশাদ - খাবার অখাদ্য হলে ফেলে না দিয়ে তাকে দিয়ে খাওয়ানো যাবে
গোলাপী - স্বাদ টেস্ট করানোর জন্য, তয় তার বিশেষত হলো খাদ্য
যেমনই হোক তার অপিনিয়ন সর্বদাই এক "ভাল হয় নাই"
শফি - খাওয়ার আগে ও পরে (বাইচা থাকলে আরকি) বিশেষ মোনাজাতের
জন্য
হাসিনাবু - বাবুর্চি, এই খাদ্য তিনিই সবচেয়ে ভাল রান্না করতে পারেন,
সন্দেহ নাই।
রন্ধন প্রনালী br /> প্রথমে বাঁশের কেল্লায় আগুন দিয়ে তাওয়া গরম করে নিন। সব উপাদান
ঢাকা ব্লাইন্ডারে ফেলে ভাল ভাবে গুঁড়া করে মিশ্রণ তৈরি করে নিন।
জগাখিচুড়ির সব উপাদান তাওয়ায় ফেলে হরতাল ডাকুন।
হরতাল শেষ
হলে তাওয়া থেকে খিচুড়ি নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের
খিচুড়ি "বাংলা 2013"। স্বাদ বৃদ্ধির জন্য এতে মনের মাধুরি দিয়ে মখা,
দুদু, খোকা, আশরাফ ছিটিয়ে পরিবেশন করুন।
বি.দ্র. এই রান্নার উপকরণের পরিমান সংখ্যাতত্বের উপর নির্ভর করে।
স্বাদ কেমন হলো জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।