আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পত্রিকাগুলো কবে দায়িত্ববান হবে..........

একজন খেটে খাওয়া সাধারণ মানুষ.... হায়!! আমাদের পত্রিকাগুলো কবে দায়িত্ববান হবে!!! সরকার বা বিরোধীদল, যাদের পরম চেষ্টা ক্ষমতা আঁকড়ে থাকা, বা দখল করা, তখন, পত্রিকা দায়িত্বশীলতার পরিচয় দেয়ার কথা, মানুষ জানবে সঠিক তথ্য, বিচার করতে পারবে তাদের ভুমিকা একটি দেশ এভাবেই দায়িত্বশীলতার সাপোর্টে এগিয়ে যায়। অথচ আমরা কী দেখছি!! আমাদের পত্রিকাগুলো বরন্চ উস্কে দেয় রাজনীতিকদের বিভ্রান্ত করে মানুষকে, ঢেকে রাখে সত্যকে, আর তাতে খাবি খায় মানুষ রাষ্ট্র কেবলই চলে পেছনের দিকে। পরপর ঘটে যাওয়া কতোগুলো ঘটনা আমাদের যারপরনাই আক্রান্ত করেছে, আমরা সাধারণ মানুষ এখন নিরাপত্বাহীনতায় ভুগছি, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, রাহাজানী, বিরোধীমতের দলন, সীমান্তে বিএসএফের অহেতুক বাড়াবাড়ি, নির্লজ্বতা, প্রতিবেশি দেশের নিষ্পেষন, অভিন্ন নদীগুলোতে একতরফা বাঁধ দিয়ে আমাদের শুকিয়ে মারার ক্রান্তিকাল, মরার উপর আবার মরা- সেনাবাহিনীতে অসন্তোষ...এসব অগ্ণীতে ঘৃতাহূতীর মতো কতিপয় পত্রিকার আবার উদ্ভট আবিস্কার ব্লগ ও ব্লগারদের নিয়ে উদ্ভট ও উস্কানী, আমরা কেন এত মন্দ ভাগ্য!!!! অথচ, আজ দেখলাম "দ্য হিন্দু" পত্রিকা সরকারকে চাপ দিচ্ছে বাংলাদেশের কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার জন্য দেখুন Click This Link (দ্য ডেইলি স্টার, অনলাইন) এতে কী, ভারতের স্বাধীনতা বিপন্ন হবে! নাকী, তা মজবুত হবে? সরকার কী উপকৃত হবে নাকী বিরোধি দল ক্ষমতারোহণ করে ফেলবে এই সুযোগে??? মূল:ত, "অল্প বিদ্যা ভয়ংকরী" সে রানী কিংবা চাপরাসী, উজির কিংবা নাজির বা প্রজা সাধারণ। আমাদের সরকার ও বিরোধীদল উভয়কেই এই পাচাটা সেবাদাস দের ভয়ংকর এই "অল্প বিদ্যা" ভালোবাসা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরও বয়কট করতে হবে এই সেবাদাসদের, তাহলেই আমরা এই সংকটে মুক্তি পাবো আমাদের জাতি এই সংকটকাল থেকে বাঁচবে.....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.