আমাদের কথা খুঁজে নিন

   

পত্রিকাগুলো কেমন জানি তেঁতো হয়ে যাচ্ছে !



একসময় অনেকগুলো পত্রিকা পড়ার অভ্যাস গড়েছিলাম চাকুরি করার সুবাধে । তখন কাজের অনেক চাপ ছিলো । Online Edition ছিলো না । তারপরও সময় বের করে নিতাম । এখন অনেক সুযোগ থাকা সত্ত্বেও পত্রিকা পড়তে আগের মত উৎসাহ জাগে না ।

বাসায় স্ত্রী-পুত্র ফ্যাশন, খাবার রিসেপি, জোকস, খেলাধুলা ছাড়া অন্য কিছুতে যেন উৎসাহ নাই । আমার একটা প্রশ্ন ব্লগে সাংবাদিক বন্ধুদের কাছে এখন মিডিয়া কি স্বাধীন ? তারা কি লিখছে সরকার/মালিক/পত্রিকার কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ ছাড়া ? আমার উত্তর অবশ্যই না । প্রথম আলো, আমাদের সময়ের পরে এখন যোগ হয়েছে যায়যায়দিন সরকারকে তৈল মর্দনে । যারা পাড়বেন না তারা চাকুরি ছেড়ে চলে যান । যেন সোজা হিসাব ।

( বিঃ দ্রঃ গত ৩/৪ দিন শহীদুল হক খানের লেখা ও আগে বরুন শঙ্করের পড়লাম । প্রথম জনের তৈল মর্দন দেখলাম, দ্বিতীয় জনের লেখার কোয়ালিটি আমার কাছে খুব নিন্মমানের মনে হওয়ায় আজ থেকে যায়যায়দিন না বলে দিলাম । )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.