!
বাংলাদেশের অনলাইন পত্রিকাগুলো এগিয়ে গেছে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পত্রিকা গুলো কতটুকু এগিয়ে গেল তাই নিয়ে এই লেখা।
আগে যখন অনলাইনে প্রথম আলো পড়তাম তখন সাম্প্রতিক খবর গুলো পড়তে পারতাম না। রেজিস্ট্রেশন করতে হত।
কিন্তু এখন রেজিস্ট্রেশন ছাড়াই তা যেকোনো সময় পড়া যায়। এটা অবশ্যই একটা পজেটিভ দিক। তবে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক দাবিকারী পত্রিকাটির অনলাইন সংস্করণে এখনও নিউজে কমেন্ট করার ও রেটিং দেবার ব্যবস্থা রাখা হয়নি।
অন্যদিকে bdnews24.com এর খবর পড়তেও রেজিস্ট্রেশন করতে হত। তবে এখানে রেজিস্ট্রেশন করতে প্রথম আলো'র মতো টাকা লাগত না।
শর্ত থাকত গ্রাহককে হোম ইউজার হতে হবে। এখন সব খবরই কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়া পড়া যায়। তবে এরাও নিউজে কমেন্ট করার ও রেটিং দেবার ব্যবস্থা এখনো চালু করেনি।
দা ডেইলী স্টার আগে থেকেই রেজিস্ট্রেশন ছাড়া পড়া যেত। এখনো তাই যায়।
তবে তারা এটিএন বাংলার সাথে একত্রিত হয়ে পাঠকদের নিউজ রিলেটেড কিছু ভিডিও দেখতে দিচ্ছে, এটা একটা নতুন পথে চলার শুভ সূচনা। যদিও প্রথম আলো তাদের বেশ কিছু গোলটেবিল আড্ডা ইউটিউবে ভিডিও আকারে দিয়েছে, কিন্তু তারা নিয়মিত কোনো নিউজ রিলেটেড ভিডিও দেখায় না।
আর একটি ব্যাপার হল ডেইলী স্টার তাদের পুরো পত্রিকার প্রিন্ট ভার্সন ইমেজ আকারে অনলাইন পত্রিকার সাথে দিয়ে দেয় এটা অবশ্যই একটি নতুন সংযোজন। অন্য পত্রিকাগুলো শুধু প্রথম পাতার ইমেজ দেয়।
অতি সাম্প্রতিককালে ডেইলী স্টার তার খবরগুলোতে কমেন্ট করার ও রেটিং করার সুযোগ দিয়েছে।
তাদের নতুন অনলাইন পত্রিকাটাও বেশ আধুনিক মনে হয়েছে আমার কাছে।
দৈনিক আমাদের সময় অনেকদিন ধরেই পাঠকদেরকে কমেন্ট করতে দিচ্ছে। তবে এখনও এটি বেটা ভার্সনে আছে। এরা এখনও খবর রেটিং করার সু্যোগ দেয়নি।
অন্য পত্রিকাগুলো আমার পড়া না থাকার জন্য ঠিক বলতে পারলাম না।
তবে যেটা মনে হয়েছে এসব পত্রিকা সারাদিন আপডেট না দিয়ে শুধু তাদের প্রিন্ট ভার্সন এর সংবাদগুলো অনলাইন ভার্সন এ দিয়ে দেয়।
প্রথম আলো, ডেইলী স্টার, নিউ এজ থেকে শুরু করে বেশির ভাগ পত্রিকাগুলো তাদের সাপ্লিমেন্টগুলোও আপলোড করে দেয়।
আপাতত তারা গ্রাহককে প্রিন্ট ভার্সনের সব সুবিধা ( প্রিন্টের বিজ্ঞাপন ছাড়া) দিচ্ছে। পডকাস্টের মত আরো আধুনিক সবিধাও অনেকে চালু করবে। এগিয়ে যাক আমাদের দেশের পত্রিকাগুলো, মাথা উঁচু করে তুলে ধরুক আমাদের সময়কে, আমাদের ইতিহাসকে, আমাদের সংস্কৃতিকে।
নিরপেক্ষ খবর ও তার আলোচনা শেয়ার করুক আমাদের সবার সাথে।
[বি.দ্র. এখানে আগে বলতে ২০০৭ এর মাঝামাঝি সময়ের সাথে বর্তমানের তুলনা করা হয়েছে। তথ্যে ভুল থাকলে দুঃখিত, জানালে সংশোধন করা হবে। ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।