আমাদের কথা খুঁজে নিন

   

মিডনাইট পাজল কম্পিটিশন রিটার্নস....জিতে নিন আকর্ষনীয় ভার্চুয়াল কাপ -পর্ব ৭ (সেমি ১৮+)

সিষ্টেম ইন্জিনিয়ার ইজ নাউ রেগুলার ইন সামু ..

যথারীতি এবারেও দুইটা গ্রুপ থাকবে ক এবং খ। আপনি শুধু যে কোনো এক গ্রুপের ধাধার জবাব দিতে পারবেন। জবাব দেয়ার আগে কোন গ্রুপ অবশ্যই বলে নিবেন। গ গ্রুপের উত্তর সবাইকেই দিতে হবে। আগের পর্বগুলোর বিজয়ীরা : অদ্ভুত (৩), ব্রাইটসেন্ট্রাল (২),রাজসোহান (২), পাপী ০০৭ (২), অপ্রয়োজন (১), মুক্তপ্রাণ (১), মেহেদী_হাসান (১), হামদান (১), নিবিড় রন্জন তালুকদার (১),।

ক গ্রুপ ১। উপ্রের ছবিতে Hidden Tiger আছে, বলতে হবে কোথায়?? ২। ২২তম U.S. President এবং ২৪তম U.S. President এর পিতামাতা একই হওয়া সত্যেও তারা ভাই নয়। কিভাবে সম্ভব?? ৩। একটি পরীক্ষায় অদ্ভুত এর জায়গা ব্রাইটসেন্ট্রাল এর আগে কিন্তু অপ্রয়োজন এর পরে।

মুক্তপ্রান এর জায়গা ফিউরিয়াস ওয়ানের আগে কিন্তু ব্রাইটসেন্ট্রাল এর পরে। এই পাঁচজন কিভাবে বসেছে?? খ গ্রুপ ১। নিচের ছয়টি গ্লাসের মধ্যে ৩ টা খালি আর ৩ টা ভর্তি। কেবলমাত্র একটা গ্লাসে হাত দিয়ে কিভাবে খালি এবং ভর্তি গ্লাসগুলোকে পাশাপাশি রাখা যাবে?? ২। আসাদ সাহেবের কাছে দুটো ঘনবস্তু আছে, যাদের গায়ে 0 থেকে 9 পর্যন্ত বিভিন্ন অংকগুলো লেখা আছে।

তিনি প্রতিদিন ঘনবস্তুদুটো এমন ভাবে উল্টেপাল্টে রাখেন যে, সেটা সেই দিনের তারিখ নির্দেশ করে। বলতে হবে কোন ঘনবস্তুর গায়ে কি কি অংক লেখা আছে? উল্লেখ্য দুটো ঘনবস্তুই ব্যবহার করতে হবে। একটা ব্যবহার করলে হবে না। যেমন 1 তারিখে দুটো ঘনবস্তু ব্যবহার করে 01 লিখে সাজাতে হবে। আমব্লগারদের জনইন্য রিমাইন্ডার: ঘনবস্তুর ছয়টা তল থাকে।

সুতরাং একটা ঘনবস্তুতে ছয়টার বেশী অংক লেখা যাবে না। ৩। একটা ঘড়ি সকাল ছয়টা বাজে ছয়বার টিকটিক করতে ছয় সেকেন্ড সময় নিল। রাত এগারোটার সময় এগারোবার টিকটিক করতে তার কত সেকেন্ড সময় লাগবে? গ গ্রুপ ৪। এই বার একটা সেমি ১৮+ ধাধা, ভুল উত্তর দেয়া যাইবো না।

লোহার চাইতে কঠিন তুলোর চেয়ে নরম সে টা আবার কি পারলে বলুন দেখি ? ৫। এক ব্যক্তি একটি বিখ্যাত ক্লাবে ঢুকতে চান। কিন্তু তিনি মেম্বার নন। তাই তিনি ক্লাবের প্রবেশদ্বারের কাছে আড়ালে থেকে শুনতে লাগলেন। প্রথম সদস্য এলে দ্বাররক্ষী বলল "TWELVE ". সদস্য বললেন "SIX "।

তাঁকে ঢুকতে দেওয়া হল। দ্বিতীয় সদস্য এলে দ্বাররক্ষী বলল "SIX" ২য় সদস্য বললেন "THREE "। তাঁকে ঢুকতে দেওয়া হল। এই দুই উত্তর শুনে ঐ ব্যক্তি কনফিডেন্স পেলেন। তিনি সোজা প্রবেশদ্বারের কাছে গেলে দ্বাররক্ষী বলল "TEN". তিনি বললেন "FIVE ". কিন্তু দ্বাররক্ষী তাঁকে ঢুকতে দিল না।

কি বললে তিনি প্রবেশের জন্য ছাড় পেতেন ? ৬। চার বন্ধু রাজসোহান, স্বপ্নকথক, পাপী এবং হোসাইন কে একটা সেতু পার হতে হবে। সেতুটা এতোই সরু যে একসাথে দুজনের বেশি তাতে উঠতে পারবে না। রাত্রিটা এতোই অন্ধকার যে টর্চলাইট ছাড়া যাওয়ার কথা চিন্তাও করা যাবে না। অথচ এই চারজনের কাছে টর্চলাইট আছে মাত্র একটা।

যদি পৃথকভাবে সেতু পার হওয়া যেত, তাহলে রাজশোহান এর সময় লাগত 1 মিনিট, স্বপ্নকথক এর 2, পাপী এর 5 এবং হোসাইন এর 10 মিনিট। কিন্তু যদি দুইজন একসাথে যায় তাহলে সময় ধরতে হবে এই দুজনের মধ্যে যার বেশি সময় লাগে, তারটা। কারণ সহজ। অন্ধকার রাত্রিতে দ্রুতগতি সম্পন্ন বন্ধু নিশ্চয়ই ধীরগতি সম্পন্ন বন্ধুকে রেখে স্বার্থপরের তাড়াতাড়ি হেঁটে পার হয়ে যাবে না! এখন এই চারজনের পক্ষে সর্বনিম্ন কত মিনিট সময়ে সেতু পার হয়ে অন্য পাড়ে যাওয়া সম্ভব? উত্তরের ব্যাখ্যা দিতে হবে। বি: দ্র : ধাধাগুলা সংগ্রীহিত, এই পর্বের ধাধাগুলার উত্তর দিতে সময় লাগবে তাই ধাধার সংখ্যা কমিয়ে দেয়া হলো।

উত্তর দেয়ার সর্বশেষ সময় রাত ৪ টা। সঠিক উত্তর ও বিজয়ী ঘোষনা রাত ৪:৩০। রাত ৩:৩০ এর পরে আর কোন গ্রুপ বাধা থাকবে না অর্থাৎ সবাই সব গ্রুপের উত্তর দিতে পারবেন। আগের পর্বগুলা মধ্যরাতে ধাঁধা প্রতিযোগীতা - (পর্ব ৬) আপনিও অংশগ্রহন করুন আবারও মধ্যরাতে ধাঁধা প্রতিযোগিতা-পর্ব ৫ (১৮+) মধ্যরাতে ধাধা প্রতিযোগীতা- ৪ (১৮++) সংবিধিবদ্ধ সতর্কীকরন : ভুল উত্তর ব্লগের পরিবেশের জন্য ক্ষতিকর মধ্যরাতে ধাঁধা প্রতিযোগীতা (পর্ব ৩) এইবার ধাঁধাগুলা কিন্তু কঠিন আছে নতুন বছরের শুরুতে কয়েকটি সহজ মজার ধাঁধা... মধ্যরাতে কয়েকটি মজার ধাঁধা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.