....
শব্দ তোরা বেড়াতে যাসনা কেন...
শব্দ তোদের গভীর দুঃখ দান..
শব্দ তোদের ছবির নীরবতা...
শব্দ তোদের ঘুঙ্গুর বাজানো গান..
শব্দ তোমরা ক্লান্ত করেছ খুব...........
..................
শব্দ তোমার ধূসর মলিন বেশ...........
ছটফটে রাত এলোমেলো পায়চারী...
শব্দ আমি ঘুমোবো তোমার সাথে
রাতে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ করে প্লে লিস্ট এ এই গানটা বাজলো...প্রথম বার বেজে গেসিলো,আমি খেয়াল করিনি। পরেরবার যখন বাজলো তখন খেয়াল করলাম... আমি বেশ একটু থমকে থাকলাম!...... এরপর প্লেলিস্ট থেকে সবগুলান গান ভ্যানিশ হয়ে গেল।শুধু থাকল ঐ গানটা....শুনতে শুনতে আর কি জানি ভাবতে ভাবতে খুটখুট করে কয়েকটা লাইন লিখলাম গানটার.... মাঝে মাঝে একটু একটু হাসি পাচ্ছিলো....আমার এই টাইপ হাসির অর্থ আমি নিজেই খুঁজে পাইনা!..অবশ্য খোজার চেষ্টাও করিনা....সব কিছুর মানে জানার কোনো মানে নাই। ....
আচ্ছা আমি কি পাগল?!! ...কে জানি বলসিলো পাগলরা নাকি অর্থহীন হাসি হাসে!! ..আর কেউ(সুস্থ কেউ!) কি আছে যে হাসে এবং নিজেই তার হাসির কারন জানেনা ,আমার মতন!
************
ভাবতেসিলাম আজ ব্লগ পড়বো এর ওর...অনেকদিন আমি ব্লগ এ ঘুরাঘুরি করিনা। কিন্তু নেট লাইন টা হঠাৎ করে গায়েব হয়ে গেল।
ঘুম আসতেসিলো না তাই বসে বসে স্পেলবাইন্ডার দেখলাম কিছুক্ষণ ,টুকটুক করে উল্টাপাল্টা কিছু লিখলাম...তার একাংশ গেল ড্রাফট এ,বাকি টুকুন কয়েক কিলোবাইট জায়গা পেল ব্লগ এ।
ধ্যাৎ....এলোমেলো হয়ে যাচ্ছে.... নাহ.... এভাবে হবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।