অন্তহীন পথে আমার নিরন্তর ছুটে চলা...... যারা ঘুরতে ভালবাসেন তাদের কাছে সিলেট এর অনেক জায়গাই পরিচিত। সিলেটের লালাখাল তেমনই এক সৌন্দর্যের ভাণ্ডার। প্রকৃতির অপার লীলাভূমি লালাখাল তার রূপের পসরা সাজায় একেক ঋতুতে একেক ভাবে । তবে শীতকালেই টার আসল রুপ দেখা যায় বলে অনেকে বলে থাকেন। এর আসল আকর্ষণ বলা যায় টার বুকে ধারন করা নীলাভ-সবুজ জল।
তাছাড়া খালের বাকে বাকে নানা রকম দৃশ্য আপনাকে বিমোহিত করবেই। তাছাড়া কয়েক ঘণ্টার নৌকা ভ্রমণের এডভেঞ্চার তো থাকছেই। তাছাড়া যাত্রাপথে বিরতি দিতে পারেন লালাখাল চা বাগানে। উপভোগ করতে পারেন সবুজ আর নিস্তব্ধতার এক অভূতপূর্ব সম্ভার।
বর্ষাকালেও লালাখালের রূপে মতাই ভাঁটা পড়ে না।
দুধারের সবুজ আরও বেশি সবুজ হয়। কিন্তু পানির রং তখন আর সবুজ থাকে না। বৃষ্টির পানির সাথে ভেসে আশা মাটি, ধুলা, বালির কারনে তা ঘোলাটে হয়ে যায়।
কিছুদিন আগে আমি যাই সেখানে, তখন বর্ষাকাল ছিল।
তারই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
যেখান থেকে নৌকা ভাড়া করবেন তার অপর পাড়ের দৃশ্য।
পাড়ে রাখা জেলেদের নৌকা
চলতি পথের ধারে...............
প্রকৃতির এই রুপ দেখে হয়তবা হয়ে যেতে পারেন আপনি উদাসীন.........
সবুজ পানি, সবুজ প্রকৃতি....
দুরের আকাশ, ঝাপসা উঁচু পাহাড়, মনকে নাড়া দিবেই ............
যাত্রাপথে লালাখাল চা বাগানে নিতে পারেন যাত্রা বিরতি। সাথে সাথে ঘুরে নিতে পারেন চারপাশটা। আর ছবি তোলা তো থাকছেই ........
এখানে একটি পাহারি ছরাও আছে, বাগানে গেলেই দেখতে পাবেন।
ছরার উপর ছোট ব্রিজের উপর ............।
নদী ঘেঁষা টিলার উপর............।
পড়ন্ত বেলায় ফেরার পথে............
হয়তো ক্লান্ত শরীর অবশ হয়ে যাবে, কিন্তু চোখ তখনো রূপের সুধা পান করেই যাবে.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।