চোখের বদলে চোখ নেওয়ার নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে ফেলেছে...গান্ধীজি
"শুধু তোমরা নও,আমরাও পারি" এই স্লোগানকে সামনে রেখে সামু এ্যান্টি-ব্লগার্স এ্যাসোসিয়েসন এক ঐতিহাসিক বনভোজনের ঘোষনা দিয়েছে। সংগঠনটির শুন্যতম বার্ষিক সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। সামুর প্রায় লক্ষাধিক ব্লগার্স টেলি-কনফারেন্সের মাধ্যমে এই সভায় অংশগ্রহন করে। ।
যেসব ব্লগার জিপির অত্যাধুনিক ৭-জি প্রযুক্তিসম্পন্ন কচ্ছপ গতির ইন্টারনেট সেবার জন্য এই সভায় অংশগ্রহন করতে পারেননি তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনটির মা-বাপ ব্লগার sumon3d ।
সামু ব্লগার্স এ্যাসোসিয়েসনের কতিপয় ব্লগার (কে কে নাম জানি। তয় কমুনা। যদি কল্লা ফালায় দেয়) সাংগাঠনিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জিপিকে নেট-স্পিড কচ্চপের পর্যায়ে আনার জন্য প্ররোচিত করেছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।
এক-নজরে :
তারিখ : ৩০শে ফেব্রুয়ারী,রোজ-(ক্যালেন্ডার দেইখা কইতে হৈব)
স্থান : হোটেল শেরাটন
চাঁদা : (খারান,একটু পরে কইতাছি,এত তাড়া কিল্যাই)
যাতায়াত : (আই কি জানি,আপ্নে কিসে আইবেন)
উপযুক্ততা : সামু এ্যান্টি-ব্লগার্স এ্যাসোসিয়েসনের সকল ব্লগার (সামু ব্লগার্স এ্যাসোসিয়েসনের কোন ব্লগার এই পিকনিকে অংশগ্রহন করিতে পারিবে না। তয় যদি সংগঠন থেইকা পদত্যাগ কইরা পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সত্যায়িত কইরা আনবার পারে সেক্ষেত্রে বিবেচনা করা যাইতে পারে)
চাঁদা দিবেন : (ফ্লেক্সিলোডের মাধ্যমে)
১।
ব্লগার রাতুল_শাহ (০১৭৫*১০১৮৫৮)
২। ব্লগার বাউন্ডুলে # ২৬৪৫ (০১৭৫*১০১৬৬৮)
৩। ব্লগার sumon3d (০১৭৫*১০১৭৫০)
এখন আসি চাঁদার কথায়। হোটেল শেরাটনে পর্যাপ্ত রান্নার যায়গা না থাকায় ব্লগারদেরকে সীমিত আইটেমেই সন্তুষ্ট থাকতে হবে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে,খাবার আইটেম হবে একমুষ্টি ভাত ও একচিমটি ডিমের দোঁপেয়াজো (এইটা আমি ভাল রাঁধি)।
জনপ্রতি চাঁদা নির্ধারন করা হয়েছে সাড়ে এগারো টাকা। দেশে নিদারুন ডিম সংকটের কারনে ডিমপ্রতি ৬ জন এই হিসেবে দেশের বড় বড় পোল্ট্রি ফার্মগুলোর কাছ থেকে টেন্ডার আহ্ববান করা হয়েছে।
ব্রেকিং নিউজ :
এই মাত্র খবর পাওয়া গেল এই পিকনিকে অংশগ্রহনের জন্য ব্লগার আশকারি রহমান ও ব্লগার আরিফ রায়হান মাহী সামু ব্লগার্স এ্যাসোসিয়েসন থেকে পদত্যাগ করেছেন। তাঁদের এই সিদ্ধান্তকে সামু এ্যান্টি-ব্লগার্স এ্যাসোসিয়েসন স্বাগত জানিয়েছে। তাঁরা পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সত্যায়িত করার জন্য আপাতত দৌঁড়ের উপর আছেন।
গত ১৩ই জানুয়ারী সামু ব্লগার্স এ্যাসোসিয়েসন কর্তৃক আয়োজিত পিকনিকে ব্যাপক অনিয়মের প্রমান পাওয়া গেছে। ঘটনাসূত্রে জানা যায়,এই দু'জন ব্লগারের যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও "বিস্কুট দৌঁড়" নামক খেলায় অংশগ্রহন করতে দেওয়া হয়নি। এই ব্যাপারে উক্ত পিকনিকের আয়োজক ব্লগার জিসান শা ইকরাম ও ব্লগার শিপু ভাই এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের ফেসবুক আইডি ডি-অ্যাক্টিভেটেড এবং ইমেল আইডি ইন-ভ্যালিড পাওয়া যায়।
বিশেষ দ্রষ্টব্য:
পিকনিকে অংশগ্রহনকারী সকল ব্লগারকে নিজ দ্বায়িত্বে থালা-বাটি (না থাকলে কলার পাতা) সংগে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় মেঝেতেই খাবার পরিবেশন করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।