আমাদের কথা খুঁজে নিন

   

একটা ক্লাসিকাল মিউজিক এ্যালবাম আর কিছু কথা

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে... আগে গানটা চালু করুন তারপর পড়তে শুরু করুন গানের প্রতি আমার ভালোলাগাটা ঠিক হয়তো বলে বোঝানো যাবে না। ব্যাকআপ হার্ডডিস্কে রাখা ৪৮ হাজার গানের সংগ্রহ না দেখলে ঠিক হয়তো নিজেও বুঝতাম না। ভাটিয়ালি, ভাওইয়া থেকে হিপ-হপ কোন কিছুই আমার খারাপ লাগেনা। কিন্তু দিন শেষে ক্লাসিকাল মিউজিকের প্রতি ভালোবাসাটা আমার সবচেয়ে বেশীই বলে মনে হয়। বাংলাদেশের নিয়াজ মোহাম্মদ স্যার আর ভারতের অভিজিত পোহানকারকে আমার ক্ল্যাসিকাল মিউজিকের অন্যতম দিকপাল মনে হয়।

অভিজিত সাহেবের একটা এ্যালবাম আছে "পিয়া বাভারি", ২০০২ এ রিলিজ হওয়া এ্যালবামটাও আমার কালেকশনে আছে। এক কথায় অসাধারণ.... একটা এ্যালবাম। সবচেয়ে ভালোলাগা ট্র্যাকগুলোর মধ্যে বেশ কয়েকটি। পিয়া বাভারি, তুমসা নাহি না, রাঙ দে, ক্যায়সে কাটে। মারাত্মক রকম অসাধারণ।

আমার ভালোলাগা সবগুলো ক্ল্যাসিকাল এ্যালবামের মধ্যে অনত্যম এটা। নতুন প্রজন্মের অনেকের কাছে ভালো না লাগতেও পারে, তবুও একটা ট্র্যাক শেয়ার করছি। শুনুন ট্র্যাকটা, তারপর মন্তব্য করুন কেমন লাগালো। ওহ্, আর একটা কথা যেটা হয়তো অস্বীকার করার উপার নেই। হয়তো কিছুটা বুড়িয়ে গেছি বলেই ক্ল্যাসিক্যাল বেশী ভালো লাগছে।

যাইহোক উপভোগ করুন। ভালোলাগলে জানাবেন, পুরো এ্যালবামটার ডাউনলোড লিঙ্ক দেয় যাবে। ধন্যবাদ। ডাউনলোড লিঙ্ক - পাসওয়ার্ড হবে "ayojon.com" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.