আমাদের কথা খুঁজে নিন

   

নেপালী কবিতা

বাঙলা কবিতা আদিবাসী ও অরণ্য / শশিকলা তিওয়ারি --------------------------------------- আদিবাসীরা একটা দল বেঁধে শহরের দিকে গিয়েছিলো কোনওদিন আর ফিরে আসেনি তাদের বলেছিলাম আমি তোমাদের কাছে যা যা আছে, একটা আঁটির মত একত্রে বেঁধে নাও লুকিয়ে রাখো তোমাদের নারীগুলোকে শহরের চোখ বিষাক্ত রাত্রি যাপনের জন্য কোনও একটা চালা পর্যন্ত পাবে না সেখানে জিরিয়ে নিতে হবে নিজেদেরই ছায়ায় তৃষ্ণা নিবারনের জন্য থাকবে না কোনও পুকুর তেষ্টা মিটিও যার যার আপন অশ্রুজলে ওই শহরটা কেবলই এক লোকারণ্য; পশু-পাখিদের এই অরণ্যের মত নয় ওটা ব্যাপারটাকে ওরা এই চোখে দ্যাখেনি তারা লক্ষ করেছিলো প্রদীপের আলো আর ঝাঁপিয়ে পড়েছিলো পতঙ্গের মত জীবনের রাস্তা ডিঙ্গিয়ে তারা ডুবে গিয়েছিলো নিজ নিজ মৃত্যুর জলে বাঘ ও ভাল্লুকগুলো, যারা পালাতে চেষ্টা করেছিলো শিকার হয়েছে জনতার আদিবাসীদের সাথে সাথে ফুরিয়ে গেল অরণ্যও সিমেন্টের গাছে গাছে ঝুলতে লাগলো লতানো তারগুচ্ছ দৌড়তে লাগলো লোহায়-গড়া পশুপাখি সরোবরগুলো শুকিয়ে হলো বালির স্তূপ এভাবেই ফুরিয়ে গেল আদিবাসী আর অরণ্যের গল্প তবুও, এইসব দিনে, কোনও একটা পাখি যখন বৈদ্যুতিক খাম্বায় বসে গেয়ে ওঠে বিষণ্ন সুর আদিবাসী আর অরণ্যের কথা স্মরণ করি আমি যখন এই কাকাকুল শ্রাইকের তাবৎ এলাকা, তৃষ্ণায় পাগল হয়ে ওঠে, অরণ্যের ওইসব বাসিন্দা আর অরণ্যের কথা মনে পড়ে আমার। -------------------------------------------- শশিকলা তিওয়ারি(১৯৫০-): জন্ম নেপালের কাঠমাণ্ডুতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালী চিত্রশিল্পী। মাঝে-সাঝে কবিতাও লেখেন। ----------------------- [পেইন্টিং : ঠিকানা (Address) শিল্পী : শশিকলা তিওয়ারি] -----------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।