আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
তিনদিন আগে আমার এক নিয়মিত কাষ্টমারের অনুরোধক্রমে রাত 12টা পযনর্্ত সাইবার ক্যাফে খোলা রেখেছিলাম। পরদিন নাকি তাকে এসাইনমেন্ট জমা দিতে হবে তাই ইন্টারনেট ব্যবহার করতে হবে।
যাইহোক যাবার আগে জিজ্ঞাসা করল তুমি যে এত রাত করে বাসায় যাচ্ছ তোমার বউকে কি জবাব দিবে? প্রথমে একটু অবাক হয়েছিলাম, তারপর বিরস বদনে বললাম - আমি তো এখনও বিয়েই করি নাই? ও যেন আকাশ থেকে পড়ল- কি!!!! তুমি বিয়ে করো নাই। আমি বললাম - এতে এত অবাক হবার কি আছে?
ও যা বলল তা সংক্ষেপে- সে একটা স্কুলে শিক্ষকতা করে, যেখানে বাঙ্গালীরা সংখ্যা গরিষ্ট।
সেখানকার অধিকাংশ ছেলে মেয়েই বিবাহিত। তার মতে এত এত বাচ্চা ছেলে পেলে বিয়ে করেছে যারা Marriage বানান করে লিখতে পারে না। তারা পড়াশুনা বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে বেশি পছন্দ করে ....
আমি বেশ কিছুক্ষন বোঝাতে চেষ্টা করলাম যে সব পরিবার এক রকম না, কেউ কেউ শিক্ষাকে অনেক মূল্য দেয়। আমাদের পরিবারের কাছে পড়াশুনা অনেক বড় জিনিস। আগে আমাদের দেশে বাল্যবিবাহ হতো, এখন তার প্রচলন নাই।
সে হু..হা.. করে গেল, ততটুকু বুঝতে পারল আমি বুঝলাম না।
হায়রে বাঙ্গালী ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।