লক্ষ্যহীন জীবন, তবু ছুটে চলাই নিয়োতি, এটুকুই আমি। ''সংবিধিবদ্ধ সতর্কীকরন:
সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অনুগ্রহপূর্বক নাকে রুমাল চাপা দিন এবং দেখে-শুনে পথচলুন। ''
এধরনের কোনো নোটিশ আমরা এখনো পাইনি। কিন্তু পেতে খুব বেশি দেরিও মনে হয় নাই।
অমাদের ক্যাম্পাস এখন যাবতীয় বাস্তুহারা, ভবঘুরে আর পাগলদের দখলে। আমাদের মহান প্রক্টা স্যার দ্বায়ীত্ব নেয়ার পর কিছুদিন অসাধারন তত্পরতা দেখান, কিন্তু সময়ের সাথে তার ঘুমের গভীরতা বাড়তেই থাকে। আর বর্তমান ভারপ্রাপ্ত প্রক্টর স্যার তো ঘুমের রাজ্যে তলিয়ে আছেন।
ক্যাম্পসের যে জায়গাসমূহে আমাদের নাকে রুমাল চাপা দিতে হয়, তার একটা তালিকা এখানে দেয়ার চেষ্টা করছি, দেখা যাক আমাদের কর্তপক্ষ কোনো আর কতদিন ঘুমাতে পারেন:
১। কলাভবনের সামনের যাত্রী ছাউনী
২।
ভিসির বাসভবনের সামনের অংশ
৩। ফুলার রোড
৪। সেন্ট্রাল লাইব্রেরির পেছন অংশ
৫। ফুড এন্ড নিউট্রেশন ইন্সটিটিউট হতে দোয়েল চত্বর পর্যন্ত
৬। শহীদুল্লাহ হলের সামনের অংশ
৭।
জিমনেসিয়াম মাঠের সবদিকেই
৮। ঢাকা মেডিকেলের সামনের দিক
এখন আর মনে পারতেছেনা। আমাদের ভিসি আর প্রক্টর কতদিনে এব্যাপারে পদক্ষেপ নিতে পারেব অথবা অদৌ পারেন কিনা, দেখার অপেক্ষায় রইলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।