আমাদের কথা খুঁজে নিন

   

আমার রোজ নামচা:১৪/০৮/২০০৭! সংবিধিবদ্ধ সতর্কীকরন: পোষ্ট শুধু পোলাগো লিগা, সাবধান কোন মাইয়া ব্লগার পড়বেন না আর পড়লেও কমেন্ট মারবেন না!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

(+18) পোষ্ট দিতে খালি হাত শুলায়, মাগার কি লেখমু মাথায় নাই, তয় মনে লয় পেটে অনেক কিছু আছে। তাই কিছুক্ষণ পর ডাক কুড়গুড় করতাছে। অফিসে বইসা ইনো খাইলাম। কলিগরা আইসা কইলো," কি খাও?" আমি কেলায়িত ঠোটে কহিলাম," স্প্রাইট।

" মান সম্মান বাচাইতে জ্ঞানের প্রয়োজন-কুটিকালে শোনা আমার উস্তাদ গুজরান খার নীতি বাক্য এখনও ভুলি নাই। এখন থিকা আমি আমার রোজ নামচা ছাপামু নওরীনের মতো। বুইড়া কালে যখন বৌ এর লগে ঝগড়া কইরা বাড়ীত থিকা তাড়ামু তহন এগুলান আমি পড়মু আর ফোকলা দাতে হাসমু! যাই হউক, রাইত ১টা বাজে ঘুমায়া সকাল ৬:১৫টায় উঠা যে কি কষ্ট সেইটা আমি কাইন্দাও বুঝাইতে পারুম না। মোবাইলের এ্যালার্ম খান বাইজা উঠলে এক টিপ মাইরা বন্ধ কইরা আবারও ৬:৩০টায় এ্যালার্ম দেই। হায় হায়! চোখ বুঝতে না বুঝতেই আবার এ্যালার্ম খান কাইন্দা উঠলো।

কৈলাসে চড়া মেজাজ নিয়া ঝিমাইতে যাই টয়লেটে কিছু পুরানা হিসাব নিকাশ মিটাইতে। গোসল খান মাইরা বসি খাইতে। আহ! জাহান্নামে ফালাইলেও এত নির্যাতন লাগতো না, এত সাত সকালে কেউ খাইতে পারে? মেজাজ ঠান্ডা রাখতে নয়া চ্যানেল এমএন১ অথবা এমএন২ খুলি কারন সকাল বেলাও ঐখানে ১৮ রেটিং এর সিনেমা দেখায়! মাগার আইজকা দেহি ঐ চ্যানেলখান আন্ধার হইয়া রইছে। অগত্যা স্টার ওয়ানের লাকি লিউক নামের কার্টুন দেইখা থালের চাউল শেষ করলাম। তারপর একখান ফেড জিন্স আরেকটা টাইট শর্ট শার্ট যেইটা পড়লে ফিগার দেখান যায়, গায়ে হান্দাইয়া দিলাম রওনা।

বাসে চালাকী কইরা উইঠা জানালার পাশের ফাটাফাটি সীট গায়ের জোড়ে আর চাপার জোড়ে দখল লইলাম। আহ কি শান্তি! দিলাম ঘুম। যখন ঘুম ভাঙত তখন অশেপাশে চাইয়া দেখি মাইয়া কয়টা উঠছে, কেমুন উঠছে এইসব সার্ভে করলাম। গাড়ী খানা থিকা নামলাম, একটু ঘাড়ের ব্যায়াম লইলাম, তারপর হাটিতে হাটিতে সর্বশেষ ব্যাক্তি হিসেবে অফিসে এন্ট্রি মারলাম। আইসা ট্রান্সফরমার দেখা শুরু করলাম।

কিছুক্ষন দেইখা আবার বোলগানি আর খোচাখুচি। দিনের বাকী অংশে কি করমু তা কালকা কমু!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।